• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে সহযোগী অধ্যাপকে লাঞ্ছিত করে জমি দখলের চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট গ্রামে ২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মোঃ লোকমান হোসেন সেখ-কে লাঞ্ছিত করে তার ক্রয়কৃত জমির বাউন্ডারি বেড়া ভেঙ্গে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আয়ুব আলী গংদের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ওই কলেজ শিক্ষক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী ড. মোঃ লোকমান হোসেন সেখ জানান, তিনি, তার বড় ভাই ও তার প্রয়াত বাবা ২০০৯ সালে বাজার ভদ্রঘাট মৌজার আরএস-২৫৫ খতিয়ানের ২৩৯১ দাগে চারটি দলিলের মাধ্যমে মোট ২৮.২৫ শতক জমি ক্রয় করেন। এরপর তারা যথাযথভাবে নামজারি ও খাজনা-খারিজ সম্পন্ন করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতার মৃত্যুর পর বণ্টননামা দলিলের মাধ্যমে দুই ভাই জমির মালিক হন। পরবর্তীতে তারা তাদের ফুফাতো বোনদের কাছে ১২ শতক জমি বিক্রয় করেন, যেখানে বর্তমানে একটি পাকা বাড়ি নির্মাণাধীন।

ড. লোকমান হোসেন জানান, গত ১ জুন, ২০২৫ তারিখ থেকে আমরা আমাদের অবশিষ্ট জমির চারপাশে বাউন্ডারি নির্মাণের কাজ শুরু করি। কিন্তু এর প্রায় এক মাস পর থেকেই আয়ুব আলী ও তার সহযোগীরা আমাদের ক্রয়কৃত ও ভোগদখলকৃত সম্পত্তিতে এসে কাজে বারবার বাধা দিতে থাকে।

এই বিষয়ে প্রতিকার চেয়ে গত ২ জুলাই, ২০২৫ তারিখে তিনি কামারখন্দ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উভয় পক্ষকে জমির প্রয়োজনীয় কাগজপত্রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে থানায় একটি বৈঠকের ব্যবস্থা করেন। ড. লোকমান নির্দিষ্ট সময়ে কাগজপত্র ও মুরুব্বিদের নিয়ে থানায় উপস্থিত হলেও অভিযুক্ত আয়ুব আলী গং সেই বৈঠকে হাজির হয়নি।

এর পরপরই আয়ুব আলী বাদী হয়ে ড. লোকমান ও তার ভাইদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় একটি মামলা (নং-৩২৯(ক)/২০২৫) দায়ের করেন। মামলায় আরএস ২৩৯১ দাগের ৫৩ শতক জমির মধ্যে ৩৩ শতক তাদের বলে দাবি করা হয়। ড. লোকমান বলেন, মামলায় ঘটনার তারিখ ৩ জুলাই, ২০২৫ উল্লেখ করা হয়েছে, অথচ সেদিন আমি এইচএসসি-২০২৫ বোর্ড পরীক্ষায় পরিদর্শকের দায়িত্বে ছিলাম এবং ঘটনাস্থলেই যাইনি।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, হয়রানি করার উদ্দেশ্যে আয়ুব আলী পরবর্তীতে আমলী আদালত, কামারখন্দে তাদের তিন ভাইয়ের বিরুদ্ধে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ৭(৩) ধারায় আরেকটি মিথ্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ২৩৯২ দাগের ৬১ শতক জমির মধ্যে ৪১ শতক দাবি করে অভিযোগ করা হয় যে, ড. লোকমান সেখানে পাকা স্থাপনা নির্মাণ করছেন, যা সম্পূর্ণ বানোয়াট।

ড. লোকমান হোসেন বলেন, এভাবে একের পর এক হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করে আমার সরকারি চাকরি হারানোর ভয় দেখিয়ে আয়ুব আলী গং আমার ক্রয়কৃত ২৩৯০ ও ২৩৯১ দাগের জমিটি বেদখল করার পাঁয়তারা করছে।

তিনি জানান, ১০৭ ধারার মামলাটি ১০ আগস্ট, ২০২৫ তারিখে মুচলেকার মাধ্যমে নিষ্পত্তি হওয়ার ঠিক পরের দিন, অর্থাৎ ১১ আগস্ট, আয়ুব আলীর নেতৃত্বে একদল লোক তাদের মাটি ভরাট করা জায়গায় সীমানা পিলার ও বাঁশের বেড়া তুলে ফেলে এবং সেখানে গাছের চারা লাগানোর চেষ্টা করে। খবর পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে (সিএফএস-৫৯৩০৬৭৮৩) কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং জমিটি বেদখলের হাত থেকে রক্ষা পায়।

ধারাবাহিক হুমকির মুখে তিনি জমির উপর ইনজাংশন চেয়ে আদালতে মামলা করেন। আদালতের নোটিশ পাওয়ার পর গত ৫ সেপ্টেম্বর, শুক্রবার সকালে আয়ুব আলীর নেতৃত্বে নুর ইসলাম সেখ, নুরুল হক, স্বপন সেখ, মোক্তার হোসেন, মোঃ সোহাগসহ ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এসে তার জমির টিনের ও ইটের তৈরি বাউন্ডারি বেড়া ভেঙ্গে ফেলে।

ড. লোকমান বলেন, আমি বাধা দিতে গেলে নুরুল হক, স্বপন ও মোক্তার আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, ইট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে জমি দখলের চেষ্টা চালায়।

বর্তমানে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে এই কলেজ শিক্ষক বলেন, আমি সিরাজগঞ্জ সদরে বসবাস করি। এই সুযোগে তারা আমার জমি দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমি আমার পরিবার ও জমির নিরাপত্তা চাই। এই ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে আমি প্রশাসন এবং সমাজের সচেতন মহলের সহ‌যো‌গিতা কামনা করছি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জমি জমা সংক্রান্তর ঘটনাটি সততা নিশ্চিত করেন।

 
ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুঠিয়ায় ৮০ হাজার টাকার অবৈধ জাল জব্দ
পুঠিয়ায় ৮০ হাজার টাকার অবৈধ জাল জব্দ
সারিয়াকান্দি টিপুর মোড়ে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ
সারিয়াকান্দি টিপুর মোড়ে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ
উপদেষ্টার সামনে স্ক্রিনে ভেসে উঠল হাসিনা ও শেখ মুজিবের ছবি
উপদেষ্টার সামনে স্ক্রিনে ভেসে উঠল হাসিনা ও শেখ মুজিবের ছবি