• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনীতে সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ

ফেনী প্রতিনিধি    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনীর মধুয়াই চাওডা পুকুরের পূর্বপাশে আবু মিয়ার বাড়ির রোড সংলগ্ন সরকারি রাস্তার দুই পাশে প্রায় ৩০ থেকে ৩৫টি গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (১৪ আগস্ট)।

স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল ইসলাম মাওলার নেতৃত্বে জাফর, আনোয়ারসহ অজ্ঞাত কয়েকজন মিলে সরকারি রাস্তার পাশের গাছগুলো কেটে ফেলে। এর আগেও একই ব্যক্তিরা দত্তবাড়ি সড়কে একটি আকাশি গাছ কেটে সরিয়ে ফেলেছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত তাজুল ইসলাম মাওলা (৩৮) মৃত নুর ইসলামের বড় ছেলে। এছাড়া একই গ্রামের ইলিয়াসের বড় ছেলে জাফর ও মেজো ছেলে আনোয়ারের নামও অভিযোগে উল্লেখ রয়েছে। স্থানীয়রা জানান, কাটা গাছগুলো বর্তমানে ডা. রনির দোকানের পিছনে জমা রাখা হয়েছে।

এ বিষয়ে বন কর্মকর্তা রুহুল আমিন বলেন, “আমার কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল জানান, নির্বিচারে সরকারি রাস্তার পাশের গাছ কেটে ফেলার ফলে শুধু রাস্তার সৌন্দর্যই নষ্ট হয়নি, বরং পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে অনেক স্থানীয় ভয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবনের নিরাপত্তা চান প্রবাস ফেরত পপি আক্তার
জীবনের নিরাপত্তা চান প্রবাস ফেরত পপি আক্তার
দুর্গা পূজায় ভারতের অনুরােধ ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানো হবে: ফরিদা আখতার
দুর্গা পূজায় ভারতের অনুরােধ ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানো হবে: ফরিদা আখতার
বাঁশখালীতে আগুনে পুড়ে ৫টি পরিবার নিঃস্ব
বাঁশখালীতে আগুনে পুড়ে ৫টি পরিবার নিঃস্ব