টপ নিউজ
বেবি বাম্পসহ ভিডিওতে পরিণীতি চোপড়া
বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পি.এম.


বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া। সংগৃহীত ছবি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হতে চলেছেন। গত আগস্টে ইনস্টাগ্রামে ‘১+১=৩’ ক্যাপশন দিয়ে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নতুন ভিডিওতে স্পষ্ট দেখা গেছে তার বেবি বাম্প।
প্রায় আট মাস পর নতুন ভিডিও নিয়ে ফিরলেন এই হবু মা। ভিডিওতে তিনি শুধু ব্যক্তিগত জীবনের প্রসঙ্গই আনেননি, বরং ইউটিউব চ্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনাও শোনালেন। পরিণীতির আশা, তার দেওয়া কনটেন্ট ভক্তদের ভালো লাগবে।
উল্লেখ্য, গত আগস্টে স্বামী রাঘব চাড্ডার সঙ্গে একটি ভিডিও পোস্ট করে এবং ভ্যানিলা কেকের ওপর লেখা ‘১+১=৩’ দেখিয়ে প্রথমবার মা হওয়ার খবর জানান তিনি। তখন থেকেই ভক্ত-অনুরাগীরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন এই দম্পতিকে।
ভিওডি বাংলা/ আ