১৫০টির বেশি প্রেমের প্রস্তাব পেয়েছি: উর্বী


শৈশবের কল্পনা থেকে ব্যক্তিগত অভিজ্ঞতা—সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি তার একটি ইন্টারভিউ ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
শৈশব স্মৃতিচারণ করতে গিয়ে উর্বী জানান, ছোটবেলায় নিজেকে তিনি কল্পনা করতেন বলিউড তারকা ঐশ্বরিয়া রায় হিসেবে। এখন আর সেই কল্পনায় না থাকলেও, তাকে ঘিরে নানা মন্তব্যের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তার ভাষায়, “অনেকেই বলেন, আমার চেহারার সঙ্গে ম্রুণাল ঠাকুরের মিল আছে। আবার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বন্ধুরা বলত, আমি শাবনূরের মতো। কিন্তু আমি নিজে তেমনটা পাইনি।”
নিজের কণ্ঠস্বর প্রসঙ্গেও খোলাখুলি বলেন উর্বী। হাসকি ভয়েস থাকার কারণে অনেকেই তাকে রানি মুখার্জির সঙ্গে মিলিয়ে থাকেন। তবে তার মতে, “রানির ভয়েস আরও বেশি হাসকি।”
প্রিয় তারকাদের প্রসঙ্গে উর্বী জানান, তিনি মুগ্ধ শাহরুখ খান, ঐশ্বরিয়া রায়, টম হ্যাঙ্কস, শাকিব খান ও আরিফিন শুভর প্রতি। তবে ছোটবেলার ক্রাশ ছিলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। মজার ছলে তিনি বলেন, “যদি ঘুম থেকে উঠে দেখি ইমরান সামনে, তবে বলব তার অভিনয় আমার খুব ভালো লাগে।”
প্রেমের প্রস্তাব প্রসঙ্গেও মুখ খোলেন উর্বী। তার দাবি, “গায়ক, নায়ক, রাজনীতিবিদ, ব্যবসায়ী—সব মিলিয়ে হাজার না হলেও এক থেকে দেড়শ প্রেমের প্রস্তাব পেয়েছি।”
ভিওডি বাংলা/ আ