হঠাৎ কালো বোরকায় পরীমণি!


ব্যক্তিগত জীবনে নানান আলোচনায় থাকলেও চিত্রনায়িকা পরীমণি কর্মজীবনে নিজস্ব সাফল্যের শিখরে পৌঁছেছেন। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে প্রেম করে বিয়ে করেন তিনি। এরপর দম্পতির ঘরে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। তবে টানাপোড়নের কারণে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।
বর্তমানে কাজের পাশাপাশি ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়েই সময় কাটাচ্ছেন পরীমণি। প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো মজার মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
সম্প্রতি কালো বোরকা পরে ছেলে ও দত্তক মেয়েকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। সেখানে তাকে বলতে শোনা যায়, “ছোটবেলায় রাজ্য আমাকে মা ডাকতো, এখন আম্মু বলা শুরু করেছে।” জানা গেছে, ওইদিন তিনি সন্তানদের ভ্যাকসিন দিতে হাসপাতালে গিয়েছিলেন।
ভিডিওটির ক্যাপশনে পরীমণি লেখেন—
“আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা ছোটখাটো যুদ্ধের মতো। আজ আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড়জনকে দেখেন কেমন করে।” সাথে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
ভিওডি বাংলা/ আ