বিমানে আমাকে ঘুমের ওষুধ খাইয়েছিল জাহ্নবী!: বরুণ


বলিউড বক্স অফিসে নতুন আলোচনার জন্ম দিয়েছে তারকা জুটি জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান অভিনীত ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। শশাঙ্ক খৈতান পরিচালিত এ সিনেমা মুক্তি পেয়েছে গত ২ অক্টোবর। মুক্তির পর থেকেই দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সেই উন্মাদনা ছড়িয়ে দিতে ব্যস্ত রয়েছেন জাহ্নবী-বরুণও।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন এই জুটি। সেখানে তারা জানিয়েছেন, আগের সিনেমা ‘বাওয়াল’-এর শুটিং করতে গিয়ে একবার মেঝেতে ঘুমাতে হয়েছিল তাদের।
স্মৃতিচারণ করে বরুণ বলেন, “আমরা প্যারিস যাচ্ছিলাম, কারণ সিনেমার শুটিং হচ্ছিল নরম্যান্ডিতে। একটি লাউঞ্জে ছিলাম যেখানে সোফায় ঘুমানোর জায়গা ছিল না। তাই মেঝেতেই ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর সোফা ফাঁকা হলে আমি উঠে যাই, কিন্তু জাহ্নবী তখনও মেঝেতেই ঘুমাচ্ছিল।”
কেন ডাকেননি—এমন প্রশ্নে বরুণ জানান, “আমি যদি ওকে জাগাতাম, তাহলে বলত, আমার ঘুম কেন ভাঙালে।”
আরেকটি মজার স্মৃতিও শেয়ার করেন অভিনেতা। বরুণ বলেন, “বিমানে জাহ্নবী আমাকে ওষুধ খাইয়েছিল। এ কথা শুনে জাহ্নবী বলেন, এটা ঠিক না। তখন অভিনেতা বরুণ বলেন, আমি অসুস্থ ছিলাম। আর জাহ্নবী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল।” এ নিয়ে মজার খুনসুটি চলতে থাকে তাদের মধ্যে।
‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’-তে বরুণ-জাহ্নবীর পাশাপাশি অভিনয় করেছেন রোহিত সারাফ, সানিয়া মালহোত্রা, মনীষ পালসহ আরও অনেকে।
ভিওডি বাংলা/ আ