জাহিদ হাসান উদ্বিগ্ন, জন্মদিনে মন নেই ভালো


নব্বই দশকে শোবিজে প্রবেশ করা অভিনেতা জাহিদ হাসান অল্প সময়ে দর্শকদের প্রিয় হয়ে ওঠেন। নাটক, টেলিছবি ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন। আজ (৪ অক্টোবর) তার ৫৮তম জন্মদিন।
জন্মদিনে শুভেচ্ছা জানানো হলেও তার মন খুব ভালো নয়। কারণ, বিশ্বের বিভিন্ন স্থানে অশান্তি ও বিশেষ করে ফিলিস্তিনের গাজায় হামলার শিকার মানুষের জন্য তিনি উদ্বিগ্ন। জাহিদ হাসান বলেন, “এই বয়সে জন্মদিনে কেবল একটা কথা মনে হয়, সবাই যেন একসঙ্গে ভালো থাকি। কিন্তু পৃথিবীজুড়ে অশান্তি চলছে। গাজার মানুষের অবস্থা দেখে ভালো লাগে না।”
তার জন্মদিন উদযাপনের বড় কোনো পরিকল্পনা নেই। মেয়ের বিদেশে থাকার কারণে তিনি কোনো আনুষ্ঠানিকতা করছেন না এবং সারাদিন বাসায়ই থাকবেন।
কাজের দিক নিয়ে তিনি জানালেন, “অনেকের সঙ্গে কথা হচ্ছে, কিন্তু ভালো কোনো কাজের প্রস্তাব পাই না। ফলে কোনো কাজ করা যাচ্ছে না।”
জাহিদ হাসান নব্বইয়ের দশকে দেশের প্রথম সারির অভিনেতা ছিলেন। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’, মোস্তফা সরায়ার ফারুকীর ‘মেইড ইন বাংলাদেশ’, মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করে দর্শকের কাছাকাছি পৌঁছেছিলেন। পরবর্তীতে নিজেও নির্মাতা হিসেবে ‘লাল নীল বেগুনী’ ও ‘টোটো কোম্পানি’ ধারাবাহিক নির্মাণ করেছেন। সর্বশেষ সিনেমা ‘উৎসব’ ঈদুল আজহার সময় মুক্তি পেয়েছে।
জাহিদ হাসানের উল্লেখযোগ্য নাটক ও টেলিছবি হলো ‘তারায় তারায় খচিত’, ‘মন্ত্রী মহোদয়ের আগমন’, ‘সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড’, ‘গৃহসুখ প্রাইভেট লিমিটেড’, ‘পাথরে ফুটাব ফুল’, ‘অপু দ্য গ্রেট’, ‘আমি কিন্তু ভালো মানুষ’, ‘চাপাবাজ’, ‘সেকেন্ড হ্যান্ড’, ‘আরমান ভাই হাউজ হাজব্যান্ড’ ইত্যাদি।
ভিওডি বাংলা/জা