ফের আলোচনায় সৃজিত-মিথিলা


ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বরাবরই বিনোদন পাড়ার নজরকাড়া দম্পতি। ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন-সবকিছুতেই তাদের চর্চা চলে দুই বাংলায়। সম্প্রতি, তাদের সম্পর্ক নিয়ে ভাঙনের গুঞ্জন নতুন করে শোরগোল তুলেছে।
মিথিলার এই মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে তাহলে কি সৃজিত-মিথিলার সুখের সংসারে চিড় ধরেছে? এদিকে, সৃজিত মুখার্জির সঙ্গে ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন নিয়ে টলিপাড়ায় বেশ চর্চা চলছে। এই জল্পনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ সপ্তমীর দিন সুস্মিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন সৃজিত।
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, পূজা মণ্ডপে হাসিমুখে ধরা দিয়েছেন এই জুটি। ম্যাচিং পাঞ্জাবি ও শাড়িতে দুজনকে বেশ মানিয়েছে। যদিও এই ছবিগুলো নিছকই বন্ধুত্ব বা পেশাগত কিনা, সেই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা নেই, তবে এই মুহূর্তে এই ছবিগুলো নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলাখুলি কথা বলতে পছন্দ করেন মিথিলা। সম্প্রতি একটি পডকাস্টে এসে তিনি নিজের দাম্পত্য জীবন নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা গুঞ্জনের পালে জোর বাতাস দিয়েছে।
মিথিলা বলেন, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। আমার ভিসা নেই। তার এই মন্তব্যের পরই অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, সৃজিতের সঙ্গে তার সম্পর্ক কি সত্যিই তলানিতে পৌঁছেছে? এই মন্তব্যে তাদের মধ্যকার দূরত্বের ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা।
পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চেয়েছিলেন, সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা। এই প্রশ্নে কিছুটা রহস্য তৈরি করে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’
এদিকে, সৃজিত মুখার্জি-সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রেমের গুঞ্জনও নতুন চর্চার জন্ম দিয়েছে। শুভ সপ্তমীর দিন সৃজিত সামাজিক মাধ্যমে সুস্মিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন। ছবিগুলোতে পূজা মণ্ডপে হাসিমুখে ধরা দিয়েছেন এই জুটি। ম্যাচিং পাঞ্জাবি ও শাড়িতে তাদের লুক বেশ মানিয়েছে। তবে ছবি বন্ধুত্বপূর্ণ নাকি পেশাগত, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই।
ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলতে পছন্দ করেন মিথিলা। এই মুহূর্তে তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সৃজিত-মিথিলার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে।
ভিওডি বাংলা/জা