• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তথ্য উপদেষ্টা:

সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে

বিনোদন ডেস্ক    ৮ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে।

আজ (৮ বুধবার) রাজধানীর তথ্য ভবনে ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ও ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের জন্য অনুষ্ঠিত ল্যাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ল্যাবটি চলচ্চিত্র নির্মাণে গাইডলাইন প্রদানের লক্ষ্যে আয়োজিত হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, “অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করবে। মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণে নির্মাতাদের দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। তরুণ নির্মাতারা বিশেষভাবে এই ল্যাব থেকে উপকৃত হবেন।”

তিনি উল্লেখ করেন, বিশ্বের অনেক দেশে চলচ্চিত্র নির্মাণে সমন্বিত ব্যবস্থাপনা চালু রয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো পূর্ণাঙ্গ কাঠামো তৈরি হয়নি। তবে কবিরপুর ফিল্ম সিটি নির্মিত হলে চলচ্চিত্র নির্মাণে আধুনিক ও সমন্বিত অবকাঠামো গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, এবারই প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের জন্য এই ধরনের ল্যাব আয়োজন করা হয়েছে। ল্যাব থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে চলচ্চিত্রের মানোন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে।

এদিন ল্যাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস এম ইমরান হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘কমলালেবু কাণ্ডে’ আবারও ভাইরাল অক্ষয় কুমার
‘কমলালেবু কাণ্ডে’ আবারও ভাইরাল অক্ষয় কুমার
ভালোবাসায় ভরা ঋতুপর্ণার পোস্ট
ভালোবাসায় ভরা ঋতুপর্ণার পোস্ট
মিষ্টি জান্নাতের নতুন সিনেমা ‘বিবর’
মিষ্টি জান্নাতের নতুন সিনেমা ‘বিবর’