• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রেড চিলিজের বিরুদ্ধে সমন, ২ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি

বিনোদন ডেস্ক    ৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

দিল্লি হাইকোর্ট শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, নেটফ্লিক্স ও অন্যান্য প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মানহানি মামলায় সমন জারি করেছে। মামলাটি দায়ের করেছেন মুম্বাইয়ের প্রাক্তন এনসিবি জোনাল ডিরেক্টর ও আইআরএস অফিসার সমীর ওয়াংখেড়ে।

ওয়াংখেড়ে অভিযোগ করেছেন, নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ তার সুনাম ক্ষুণ্ণ করেছে। তিনি সিরিজটির সম্প্রচার স্থগিত করার স্থায়ী আদেশ এবং ২ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি করেছেন। ওয়াংখেড়ে জানিয়েছেন, এই অর্থ তিনি ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে দান করবেন।

দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রেড চিলিজ এবং অন্যান্য প্রযোজনা সংস্থা সাত দিনের মধ্যে লিখিত জবাব দেবে এবং ওয়াংখেড়ে আবেদনের কপি সরবরাহ করবে। মামলার শুনানি আগামী ৩০ অক্টোবর নির্ধারিত হয়েছে।

ওয়াংখেড়ে আরও জানান, সিরিজটি মাদকবিরোধী আইন প্রয়োগকারী সংস্থার ভাবমূর্তিকে নেতিবাচকভাবে দেখিয়েছে, যা জনসাধারণের আস্থা নষ্ট করতে পারে। তিনি অভিযোগ করেছেন, সিরিজে কিছু দৃশ্য ইচ্ছাকৃতভাবে তার সুনাম বিকৃত ও পক্ষপাতমূলকভাবে উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে ওয়াংখেড়ে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে মাদক মামলায় গ্রেফতার করেছিলেন। ২০২৩ সালে সিবিআই তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এ নিয়ে ওয়াংখেড়ে ও শাহরুখ খানের বিরোধ নতুন মাত্রা পেয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘কমলালেবু কাণ্ডে’ আবারও ভাইরাল অক্ষয় কুমার
‘কমলালেবু কাণ্ডে’ আবারও ভাইরাল অক্ষয় কুমার
ভালোবাসায় ভরা ঋতুপর্ণার পোস্ট
ভালোবাসায় ভরা ঋতুপর্ণার পোস্ট
মিষ্টি জান্নাতের নতুন সিনেমা ‘বিবর’
মিষ্টি জান্নাতের নতুন সিনেমা ‘বিবর’