• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হানিয়ার পর বাংলাদেশে আসছে পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর

বিনোদন ডেস্ক    ৯ অক্টোবর ২০২৫, ০১:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

গত সেপ্টেম্বরে পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে এসে ভক্তদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছিলেন। এবার সেই ঢেউ আবার আসতে চলেছে, এবার তালিকায় নাম লেখাতে চলেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর।

আহাদ নিজেই ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্টোরিতে লিখেছেন, “হে বাংলাদেশ, শিগগিরই দেখা হবে” এবং বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি যুক্ত করেছেন। তবে কবে, কোথায় এবং কী উদ্দেশ্যে তিনি আসছেন তা এখনও প্রকাশ্যে আসেনি।

কে এই আহাদ রাজা মীর?

আহাদ রাজা মীর পাকিস্তানি টিভি নাটকের মাধ্যমে বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল ‘এহদ-এ-ওয়াফা’ বাংলাদেশে ভক্তদের মধ্যে ব্যাপক পরিচিত।

তিনি ২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘ইয়াকীন কা সফর’ দিয়ে পরিচিতি পান এবং সেরা অভিনেতা হিসেবে লাক্স স্টাইল অ্যাওয়ার্ড জিতেছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে: ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’, এবং সাম্প্রতিক হিট ড্রামা ‘মীম সে মহব্বত’। এছাড়া ‘ধূপ কি দীওয়ার’ নামের একটি ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও তার সাফল্য রয়েছে। তিনি বিবিসির মিনি-সিরিজ ‘ওয়ার্ল্ড অন ফায়ার’ এবং নেটফ্লিক্সের ‘রেসিডেন্ট ইভিল’ এর প্রথম সিজনে দেখা গেছেন।

আহাদ রাজা মীর ২০১০ সালে ১৭ বছর বয়সে হাম টিভির রোমান্টিক ড্রামা “খামোশিয়ান” দিয়ে অভিনয় জীবনের শুরু করেন। কানাডায় থাকার সময় তিনি মঞ্চে অভিনয়, নির্দেশনা এবং লেখালিখিতেও অভিজ্ঞতা অর্জন করেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড চিলিজের বিরুদ্ধে সমন, ২ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি
রেড চিলিজের বিরুদ্ধে সমন, ২ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে
জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার