• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছড়িয়ে পড়েছে তনির বিয়ের খবর

বিনোদন ডেস্ক    ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পি.এম.
রোবাইয়াত ফাতিমা তনি। ছবি: সংগৃহীত

নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনিকে ঘিরে ফের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

চলতি বছরের শুরুতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির স্বামী শাহাদাৎ হোসাইন। দীর্ঘ অসুস্থতার পর স্বামীর মৃত্যুতে দুই সন্তানকে নিয়ে একাই ব্যবসা সামলাচ্ছিলেন এই নারী উদ্যোক্তা। এর মধ্যেই হঠাৎ করে নতুন করে বিয়ে করার গুঞ্জন ছড়ায়।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক ব্যক্তির জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি পোস্ট করেন তনি। এরপর থেকেই তার বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয় নেটদুনিয়ায়।

তনি পোস্টে লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।”

অন্যদিকে, মো. সিদ্দিক নামে ওই ব্যক্তির ফেসবুক প্রোফাইলে দেখা যায়, তিনি তনিকে স্ত্রী সম্বোধন করে লিখেছেন-

“আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি।”

তনির বিয়ে নিয়ে যখন নানা সমালোচনা শুরু হয়েছে, তখন অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির মামা আবু নুসরাত ভিক্টর লিখেছেন-“জামাই মরছে এক বছর হয়নাই, বউ বিয়ে করে ফেলল-এই কথায় যারা হুলুস্থুল করছেন, তারা আগে দেখুন, ওই মেয়েটা কতটা কষ্ট করেছে। দুই বছর ধরে অসুস্থ স্বামীর সেবা করেছে, দেশ-বিদেশে চিকিৎসা করিয়েছে। ও কোনো লিজেন্ডের বউ না যে আজীবন অবিবাহিত থাকতে হবে। ও এখন নিজের মতো সুখে থাকতে চায়, পারলে শুভকামনা দিন, না পারলে চুপ থাকুন।”

উল্লেখ্য, শাহাদাৎ হোসাইন ছিলেন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক টিকেনি, এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। তাদের বয়সের পার্থক্য নিয়েও তনি অতীতে নানারকম সমালোচনার মুখে পড়েছেন।

বর্তমানে তিনি ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী। সারাদেশে তার ১২টি শোরুম রয়েছে। ফেসবুক লাইভে আসলে প্রায়ই নানা ট্রলের মুখে পড়লেও তনি বলেছেন, “দিনশেষে আমি শুধু নিজের ঘরে শান্তিতে থাকতে চাই।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে আবেগাপ্লুত রোজিনা
লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে আবেগাপ্লুত রোজিনা
বিতর্কের পর অবশেষে মুখ খুললেন দীপিকা
বিতর্কের পর অবশেষে মুখ খুললেন দীপিকা
কটাক্ষের পাল্টা জবাব যা বললেন সোনাক্ষী
কটাক্ষের পাল্টা জবাব যা বললেন সোনাক্ষী