অভিনয়ে না থেকেও মাসে লাখ লাখ টাকা হিনা খানের


সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ জনপ্রিয় হিনা খান। শুধু অভিনয়ের জন্যই নয়, নিজের জীবনের লড়াই দিয়েও তিনি অনুপ্রেরণা হয়ে উঠেছেন লাখো ভক্তের কাছে।
খুব অল্প বয়সেই ক্যান্সারে আক্রান্ত হন হিনা। দীর্ঘ চিকিৎসা, বারবার হাসপাতালে ভর্তি হওয়া-সবকিছুর পর তিনি ঘুরে দাঁড়িয়েছেন নতুন উদ্যমে। শারীরিক কারণে আপাতত সিনেমা বা দীর্ঘমেয়াদি ধারাবাহিকে কাজ করছেন না তিনি। তবে অভিনয়ে না থাকলেও আয় বন্ধ হয়নি হিনার।
কীভাবে আয় করছেন হিনা খান?
অসমর্থিত সূত্রে জানা গেছে, সামাজিকমাধ্যমই বর্তমানে হিনার প্রধান আয়ের উৎস। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করার জন্য তিনি ৭–৮ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। আর ইউটিউবে প্রচারণামূলক কনটেন্টের জন্য নেন ৯-১০ লাখ টাকা। এভাবে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করে হিনা মাসে গড়ে ৩২ থেকে ৩৫ লাখ টাকা আয় করেন।
‘ইয়ে রিস্তা কেয় কেয়লাতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয়েছিল হিনার। এরপর ‘বিগ বস’, ‘খতরোঁ কে খিলাড়ি’, ‘নাগিন’ ও ‘কসৌটি জিন্দেগি কে ২’-এর মতো জনপ্রিয় শোতে অংশ নেন তিনি। ছোট পর্দার অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে আছেন হিনা। জানা যায়, একটি এপিসোডে অভিনয়ের জন্য তিনি ২ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন।
অভিনয়ের বাইরে হিনা নিয়মিত ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, ফ্যাশন শো, স্টেজ পারফরমেন্স ও মিউজিক অ্যালবামে অংশ নেন। এইসব কাজ মিলিয়েই গড়ে উঠেছে তার কোটি টাকার আয়।
সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করেছেন হিনা খান। রকি একজন প্রযোজক হলেও হিনার সম্পত্তির পরিমাণ তার চেয়ে অনেক বেশি বলেই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
ভিওডি বাংলা/জা