দীর্ঘ প্রতীক্ষার পর যুক্তরাষ্ট্র-কানাডায় মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’


দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উত্তর আমেরিকার পর্দায় উঠছে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমা ‘নীলচক্র’। গত কোরবানির ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মিঠু খান পরিচালিত এই সিনেমাটি। দেশে তেমন সাড়া না পেলেও এবার এর গন্তব্য যুক্তরাষ্ট্র ও কানাডা।
আগামী ১৭ অক্টোবর থেকে দুটি দেশের একাধিক শহরে প্রদর্শিত হবে ছবিটি। বায়স্কোপ ফিল্মস এর পরিবেশনায় শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ২৪টি শহরে মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’। এর পাশাপাশি কানাডার বেশ কয়েকটি শহরেও ছবিটি প্রদর্শিত হবে।
পরিবেশক প্রতিষ্ঠান বায়স্কোপ ফিল্মস জানায়, যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, শিকাগো, ওয়াশিংটন ডিসিসহ মোট ২৪টি শহরে দেখা যাবে ছবিটি। এর আগে প্রতিষ্ঠানটি উত্তর আমেরিকায় অর্ধশতাধিক বাংলা সিনেমা মুক্তি দিয়েছে।
বায়স্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘আমরা প্রথম লাস ভেগাসে ছবিটির প্রিভিউ করি। সেখান থেকেই সিদ্ধান্ত নিই এটি আমরা উত্তর আমেরিকায় বিপণন করবো। ছবির নায়িকা মন্দিরা চক্রবর্তী আমার মতে ‘নেক্সট সুপারস্টার’। আর গল্পটিও ব্যতিক্রমধর্মী—দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।’
অত্যাধুনিক প্রযুক্তি ও প্রযুক্তির ফাঁদকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘নীলচক্র’। ছবির চিত্রনাট্য লিখেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা। পরিচালনা করেছেন মিঠু খান নিজেই। প্রযোজনা করেছেন এনায়েত আকবর।
ওভারসিজ রিলিজ প্রসঙ্গে নায়িকা মন্দিরা চক্রবর্তী বলেন,‘নিউইয়র্কসহ উত্তর আমেরিকার দর্শকেরা অনেকদিন ধরেই জানতে চাইছিলেন ছবিটি কবে মুক্তি পাবে। অবশেষে বায়স্কোপের ব্যানারে এটি আসছে। ‘নীলচক্র’-এর গল্প একইসাথে বিনোদন ও সামাজিক বার্তা বহন করবে বলে আমি মনে করি।’
ছবিটির অফিশিয়াল প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর, নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে।
এতে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী এবং মাসুম রেজওয়ান প্রমুখ।
ভিওডি বাংলা/ আ