• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ববি দেওল ও রণবীর সিংকে নিয়ে অ্যাটলির সিনেমাটিক চমক

বিনোদন ডেস্ক    ২০ অক্টোবর ২০২৫, ০৫:২৬ পি.এম.
ববি দেওল, শ্রীলীলা ও রণবীর সিং। সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে বলিউডে নতুন অধ্যায় লিখছেন জনপ্রিয় পরিচালক অ্যাটলি। ‘জওয়ান’-এ শাহরুখ খানের সঙ্গে তার জুটি বলিউডে তৈরি করেছে এক নতুন ইতিহাস। এবার তিনি ফিরেছেন আরও বড় চমক নিয়ে—আলো-ঝলমলে সেটে একসঙ্গে হাজির হয়েছেন দুই প্রজন্মের দুই শক্তিশালী তারকা, ববি দেওল ও রণবীর সিং।

সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যাটলির পরিচালনায় নির্মিত এক বিশেষ বিজ্ঞাপন ফিল্ম, যা পূর্ণদৈর্ঘ্যের সিনেমার মতোই সাজানো। ১৫০ কোটি রুপি বাজেটের এই স্বল্পদৈর্ঘ্য বিজ্ঞাপন নির্মাণে ব্যবহৃত হয়েছে উচ্চমানের সিনেমাটিক প্রযুক্তি ও বিশাল সেট ডিজাইন। এতে ববি দেওল, রণবীর সিং এবং দক্ষিণী তারকা শ্রীলীলা একসঙ্গে পর্দায় ধরা দিয়েছেন।

প্রায় ৮ মিনিট দৈর্ঘ্যের ভিডিওটি তৈরি হয়েছে ‘চিংস দেশি চাইনিজ’ ব্র্যান্ডের জন্য। এখানে রণবীর সিং অভিনয় করেছেন ‘এজেন্ট চিং’-এর ভূমিকায়, শ্রীলীলা হয়েছেন ‘এজেন্ট মিরচি’, আর ববি দেওল হাজির হয়েছেন খলনায়ক ‘প্রফেসর নয়েস’-এর চরিত্রে। গত ১৯ অক্টোবর ‘চিংস সিক্রেট’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশের পর থেকেই তা ভাইরাল হয়ে যায়। দর্শক ও ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন অ্যাটলির সৃজনশীলতা ও রণবীর-ববির জুটি।

নির্মাণ প্রসঙ্গে অ্যাটলি বলেন, ‘ভালো কাজের গোপন উপাদান হলো প্রেম। আমি এমন একটি অনুভূতি সৃষ্টি করতে চেয়েছি, যা শুধু পণ্য প্রচার নয়—দর্শককে আনন্দ ও উত্তেজনা দেবে।’

অ্যাটলির সিনেমাটিক ছোঁয়ায় তৈরি এই বিজ্ঞাপন ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে বলিউডে। অনেকের ধারণা, এটি রণবীর সিং-এর আসন্ন ‘ধুরন্ধর’ সিনেমা মুক্তির আগেই তার স্টারডমকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। অনেকে বলছেন, এই প্রজেক্টটি রণবীরকে তার পুরোনো ব্লকবাস্টার সময়ের মতোই আলোচনায় ফিরিয়ে এনেছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে টিকটক তারকা রুমাইসা
সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে টিকটক তারকা রুমাইসা
মগবাজারে গড়ে তোলা হচ্ছে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম
মগবাজারে গড়ে তোলা হচ্ছে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম
মায়ের শারীরিক অবস্থার কথা জানালেন তমা মির্জা
মায়ের শারীরিক অবস্থার কথা জানালেন তমা মির্জা