ববি দেওল ও রণবীর সিংকে নিয়ে অ্যাটলির সিনেমাটিক চমক


দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে বলিউডে নতুন অধ্যায় লিখছেন জনপ্রিয় পরিচালক অ্যাটলি। ‘জওয়ান’-এ শাহরুখ খানের সঙ্গে তার জুটি বলিউডে তৈরি করেছে এক নতুন ইতিহাস। এবার তিনি ফিরেছেন আরও বড় চমক নিয়ে—আলো-ঝলমলে সেটে একসঙ্গে হাজির হয়েছেন দুই প্রজন্মের দুই শক্তিশালী তারকা, ববি দেওল ও রণবীর সিং।
সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যাটলির পরিচালনায় নির্মিত এক বিশেষ বিজ্ঞাপন ফিল্ম, যা পূর্ণদৈর্ঘ্যের সিনেমার মতোই সাজানো। ১৫০ কোটি রুপি বাজেটের এই স্বল্পদৈর্ঘ্য বিজ্ঞাপন নির্মাণে ব্যবহৃত হয়েছে উচ্চমানের সিনেমাটিক প্রযুক্তি ও বিশাল সেট ডিজাইন। এতে ববি দেওল, রণবীর সিং এবং দক্ষিণী তারকা শ্রীলীলা একসঙ্গে পর্দায় ধরা দিয়েছেন।
প্রায় ৮ মিনিট দৈর্ঘ্যের ভিডিওটি তৈরি হয়েছে ‘চিংস দেশি চাইনিজ’ ব্র্যান্ডের জন্য। এখানে রণবীর সিং অভিনয় করেছেন ‘এজেন্ট চিং’-এর ভূমিকায়, শ্রীলীলা হয়েছেন ‘এজেন্ট মিরচি’, আর ববি দেওল হাজির হয়েছেন খলনায়ক ‘প্রফেসর নয়েস’-এর চরিত্রে। গত ১৯ অক্টোবর ‘চিংস সিক্রেট’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশের পর থেকেই তা ভাইরাল হয়ে যায়। দর্শক ও ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন অ্যাটলির সৃজনশীলতা ও রণবীর-ববির জুটি।
নির্মাণ প্রসঙ্গে অ্যাটলি বলেন, ‘ভালো কাজের গোপন উপাদান হলো প্রেম। আমি এমন একটি অনুভূতি সৃষ্টি করতে চেয়েছি, যা শুধু পণ্য প্রচার নয়—দর্শককে আনন্দ ও উত্তেজনা দেবে।’
অ্যাটলির সিনেমাটিক ছোঁয়ায় তৈরি এই বিজ্ঞাপন ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে বলিউডে। অনেকের ধারণা, এটি রণবীর সিং-এর আসন্ন ‘ধুরন্ধর’ সিনেমা মুক্তির আগেই তার স্টারডমকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। অনেকে বলছেন, এই প্রজেক্টটি রণবীরকে তার পুরোনো ব্লকবাস্টার সময়ের মতোই আলোচনায় ফিরিয়ে এনেছে।
ভিওডি বাংলা/ আ