বলিউডের কিংবদন্তি আসরনি আর নেই


বলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী গোবর্ধন আসরনি আর নেই। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় মুম্বাইয়ের জুহুর অরোগ্য নিধি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
আসরনির দীর্ঘদিনের ব্যবস্থাপক বাবু ভাই থিবা সংবাদমাধ্যম এএনআইকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, বোন ও এক ভাতিজাকে রেখে গেছেন। তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে মুম্বাইয়ের সান্তাক্রুজ শ্মশানে। বলিউডের সহকর্মী ও অসংখ্য ভক্ত সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন এই কিংবদন্তিকে।
আলোচনায় এসেছে অভিনেতার মৃত্যুর কয়েক ঘণ্টা আগের একটি ইনস্টাগ্রাম পোস্ট। জীবনের শেষ দিনেও ভক্তদের মুখে হাসি ফোটাতে ভুলেননি আসরনি। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি দীপাবলি শুভেচ্ছা পোস্ট করেছিলেন। দুপুর ২টার দিকে পোস্টটি করার পর বিকেল ৩টার সময় তার মৃত্যুর খবর প্রকাশ পায়। আনন্দের সেই শুভেচ্ছাবার্তাই রইল তার জীবনের শেষ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট।
পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে আসরনি অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে। নিখুঁত সংলাপ উচ্চারণ, মুখভঙ্গি ও অদ্ভুত কৌতুকরসের জন্য দর্শকপ্রিয় হয়ে ওঠেন তিনি।
তার অভিনীত **‘মেরে আপনে’, ‘কোশিশ’, ‘বাবার্চি’, ‘পরিচয়’, ‘অভিমান’, ‘ছোটিসি বাত’, ‘রাফু চক্কর’**সহ প্রতিটি ছবিতে দর্শকদের হাসির খোরাক জুগিয়েছেন। বিশেষ করে ১৯৭৫ সালের কালজয়ী ছবি ‘শোলে’-তে কারাগারের জেলারের চরিত্রে তার অভিনয় ভারতীয় সিনেমার ইতিহাসে অমর হয়ে আছে।
শুধু অভিনয় নয়, আসরনি ছিলেন সফল পরিচালক ও চিত্রনাট্যকারও। ১৯৭৭ সালে তিনি ‘চলা মুরারী হিরো বননে’ সিনেমাটি লিখে, পরিচালনা ও অভিনয় করেন। পরে তিনি ‘সালাম মেমসাব’ পরিচালনা করেন এবং গুজরাটি চলচ্চিত্রেও সমান জনপ্রিয়তা অর্জন করেন।
ভিওডি বাংলা/জা