• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা

বিনোদন প্রতিবেদক    ২২ অক্টোবর ২০২৫, ০২:০৫ পি.এম.
দীপিকা-পাড়ুকোন ও রণবীর সিং কন্যা দুয়া-ছবি সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের কন্যা ‘দুয়া’কে প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন। দীপাবলির বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্ত শেয়ার করেছেন তারা।

ছবিতে দেখা গেছে, মা-মেয়ে দুজনেই পরেছেন লাল চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। রণবীরের পরনে ছিল সাদা-ঘিয়ে রঙের শেরওয়ানি। এক ফ্রেমে তিনজনের হাস্যোজ্জ্বল মুহূর্ত-দুয়া কখনো হাসছে, কখনো বাবা-মায়ের কোলে খেলা করছে।

ছবিগুলোর ক্যাপশনে লেখা ছিল সংক্ষিপ্ত অথচ মধুর বার্তা-‘দীপাবলির শুভেচ্ছা’। ভক্তরা মন্তব্য করছেন, দুয়া একেবারে দীপিকার অনুরূপ, আবার চোখ-মুখে রণবীরের ছাপও স্পষ্ট।

গত বছরের গণেশ চতুর্থীর পরদিন কন্যা সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন দীপিকা। এরপরই সেই বছরের দীপাবলিতে মেয়ের নাম ‘দুয়া’ ঘোষণা করেছিলেন তারা, তবে তখন শুধুমাত্র পায়ের ছবিই দেখানো হয়েছিল।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৌসুমের প্রিয় রঙে ঝলমলে নুসরাত ফারিয়া
মৌসুমের প্রিয় রঙে ঝলমলে নুসরাত ফারিয়া
৪ দিন আগেই জন্মদিন উদযাপন করলেন পরীমনি
৪ দিন আগেই জন্মদিন উদযাপন করলেন পরীমনি
বলিউডের কিংবদন্তি আসরনি আর নেই
বলিউডের কিংবদন্তি আসরনি আর নেই