রেস্তোরাঁ চালিয়ে কোটি টাকা আয়


বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার ‘বাস্তিয়ান’ রেস্তোরাঁ এক রাতে আয় করে ২–৩ কোটি টাকা। তবুও ৬০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলার জরিমানা পরিশোধে তারা অপারগ।
আদালতের নির্দেশে তাদের বিদেশ ভ্রমণও স্থগিত। সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের তাদের ‘বাস্তিয়ান’ রেস্তোরাঁ প্রতি রাতে প্রায় ১,৪০০ অতিথিকে স্বাগত জানায় এবং একসাথে ৭০০ জন বসতে পারে। অতিথিরা খাবার ও পানীয়ে লাখ লাখ রুপি খরচ করেন, যার ফলে এক রাতের আয় দাঁড়ায় ২-৩ কোটি রুপির মধ্যে।
এই তথ্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, যেই রেস্তোরাঁয় এক রাতেই কোটি টাকার আয় হয়, সেই শিল্পা-রাজ দম্পতি আদালতের জরিমানা পরিশোধে অপারগ কেন?
মুম্বাই হাইকোর্ট জানিয়েছে, জরিমানার টাকা পরিশোধ করলে তাদের বিদেশ ভ্রমণের অনুমতি মিলবে। তবে এত বড় আয় থাকা সত্ত্বেও দম্পতি এখনো জরিমানা পরিশোধে ব্যর্থ।
ভিওডি বাংলা/জা