‘বোকা সেজে থাকাই নিরাপদ’ : জাহ্নবী কাপুর

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর বললেন, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে কখনও কখনও নিজেকে ‘বোকা’ সাজিয়ে রাখতে হয়। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার পরিচালিত এক শো-তে করণ জোহরের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন তিনি।
শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী বলেন, “বলিউডে টিকে থাকতে পুরুষ সহকর্মীদের ‘মেল ইগো’ বুঝে চলতে হয়। আমি খুব ভালোভাবেই সেটা বুঝেছি। তাই নিজেকে প্রমাণ করার লড়াইয়ে না গিয়ে অনেক সময় বোকা সেজে থাকি— এতে অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো যায়।”

অভিনেত্রীর ভাষায়, “এতে কেউ বিরক্ত হয় না, কাজও সহজে এগোয়। আমি সাধারণত বলি— ‘আমি ঠিক বুঝতে পারছি না কীভাবে আমার অংশটা করব।’ এতে কেউ হুমকির মুখে মনে করে না, বরং সহযোগিতা করে।”
তবে সুযোগ পাওয়ার পেছনে নিজের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের গুরুত্ব স্বীকার করে জাহ্নবী বলেন, “আমি জানি, আমি এমন পরিবার থেকে এসেছি যেখানে সুযোগের অভাব হয়নি। কিন্তু তবু কাউকে আঘাত না করে নিজের অবস্থান তৈরি করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
ভিওডি বাংলা/ আ







