বেলুচিস্তান ইস্যুতে পাকিস্তানে নিষিদ্ধ সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি পাকিস্তানে নিষিদ্ধ হয়েছেন। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে বেলুচিস্তান ও পাকিস্তানকে পৃথক দেশ হিসেবে উল্লেখ করায় এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে জানায়, রিয়াদে আয়োজিত ‘জয় ফোরাম ২০২৫’-এ সালমান খান, শাহরুখ খান ও আমির খান একসঙ্গে অংশ নেন। সেখানে মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে আলোচনার সময় সালমান বলেন,
‘এখন যদি এখানে কোনো হিন্দি সিনেমা মুক্তি পায়, সেটা সুপারহিট হবে। তামিল, তেলুগু বা মালয়ালম ছবিও শত কোটি রুপি আয় করতে পারে, কারণ এখানে অনেক দেশের মানুষ কাজ করছে—বেলুচিস্তান, আফগানিস্তান, পাকিস্তান—সব জায়গা থেকে মানুষ এসেছে।’
এই মন্তব্যের পর পাকিস্তান সরকার তীব্র প্রতিক্রিয়া জানায়। তাদের অভিযোগ, সালমান বেলুচিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেছেন—যা পাকিস্তানের কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয়।
পরে দেশটির কর্তৃপক্ষ সালমান খানের নাম ‘সিডিউল-৪’ তালিকায় যুক্ত করে। পাকিস্তানের ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তৈরি এই তালিকায় সাধারণত ‘ব্ল্যাকলিস্ট’ হিসেবে চিহ্নিত করা হয় নিরাপত্তাজনিত কারণে সন্দেহভাজন ব্যক্তিদের।
এদিকে, ভারতের সামাজিক মাধ্যমে এ নিয়ে বিভক্ত মতামত দেখা দিয়েছে। অনেকেই মনে করেন, সালমানের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং তার মন্তব্যের উদ্দেশ্য ছিল কেবল অঞ্চলের বৈচিত্র্য তুলে ধরা।
ভিওডি বাংলা/ আ







