• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর

বিনোদন ডেস্ক    ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পি.এম.
পাকিস্তানের জনপ্রিয় তারকা আহাদ রাজা মীর-ছবি সংগৃহীত

জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর খুব শিগগিরই বাংলাদেশে আসছেন। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তা শেয়ার করে বাংলাদেশের ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়েছেন এই তারকা। ভিডিওতে আহাদ বলেন,

“হাই বাংলাদেশ, আমি আহাদ। তোমাদের সবার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”

তার এই বার্তা দুই দেশের অনুরাগীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। জানা গেছে, একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার এই জনপ্রিয় অভিনেতা। তবে ঠিক কোন তারিখে তিনি বাংলাদেশে আসছেন, তা এখনও নিশ্চিত করা হয়নি।

টেলিভিশন ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শক্তিশালী অভিনয়ের জন্য আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে ‘ইয়েকিন কা সফর’ এবং ‘এহদ-এ-ওয়াফা’-এর মতো জনপ্রিয় নাটকে তার সাবলীল অভিনয় তাকে এনে দিয়েছে ব্যাপক খ্যাতি।

শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’-এ অভিনয় করে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পেয়েছেন তিনি।

আহাদ রাজা মীরের ঢাকা সফরের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তাদের প্রিয় অভিনেতাকে নিয়ে আলোচনা করছেন এবং তার আগমন উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সম্মানবোধের কারণে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মিষ্টি জান্নাত
সম্মানবোধের কারণে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মিষ্টি জান্নাত
ভেলপুরি ৩৯৫, রুটি ১০৫ টাকা!
ভেলপুরি ৩৯৫, রুটি ১০৫ টাকা!
রোজার ঈদে মুক্তি পাচ্ছে পরীমণির ‘ডোডোর গল্প’
রোজার ঈদে মুক্তি পাচ্ছে পরীমণির ‘ডোডোর গল্প’