অনন্য মামুনের সিনেমায় তামান্না ভাটিয়া

 
                                            
                                    
ঢালিউড নির্মাতা অনন্য মামুন সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নতুন সিনেমার আভাস দিয়েছেন। পোস্টে তিনি বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার একটি ছবি শেয়ার করেন এবং তার পেশাদারিত্বের প্রশংসা করেন।
অনন্য মামুন লিখেছেন, “তামান্নার মতো বড় তারকা হলেও তার মধ্যে কোনো অহংকার নেই।” তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান ব্যবস্থার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “বাংলাদেশে নতুন পরিচালকরা বড় তারকার সঙ্গে সহজে যোগাযোগ করতে পারে না, কারণ এখানে ম্যানেজার বা এজেন্সি ব্যবস্থা এখনো চালু হয়নি। ইন্ডিয়াতে এজেন্সির মাধ্যমে সবকিছু সহজেই করা যায়।”
নির্মাতা এরপর নতুন সিনেমার বিষয়ে সরাসরি ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন, “প্রজেক্ট প্ল্যান আর গল্প শেষ। এবার বাংলাদেশের মানুষ যে ধরনের ছবি পছন্দ করে-অ্যাকশন আর ভায়োলেন্স-সেটাই করব।”
এই পোস্টের পর সিনেপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা ও জল্পনা। অনেক ভক্ত আশা করছেন, এবার ঢালিউডে দেখা যাবে তামান্নাকে। বিশেষ করে শাকিব খানের ভক্তরা তাদের প্রিয় নায়ককে তামান্নার সঙ্গে পর্দায় দেখতে চাইছেন।
ভিওডি বাংলা/জা
 
                             
                         
                 
                






