তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি : ফারিণ

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান এর সঙ্গে প্রেমের গুঞ্জনে একসময় সরগরম ছিল বিনোদন অঙ্গন। কথিত ছিল, অভিনেত্রী তাসনিয়া ফারিণ নাকি তাহসানের সঙ্গে সম্পর্কে ছিলেন-এমনকি অনেকে তাদের বিয়ের খবরও ছড়িয়ে দেন।
তবে সময়ের সঙ্গে সব গুঞ্জনের অবসান ঘটে। মূলত একটি নাটকে একসঙ্গে কাজের সূত্রেই সেই আলোচনা শুরু হয়েছিল বলে জানা যায়। দীর্ঘ সময় পর ফের সেই প্রসঙ্গ উঠে আসে এক সাক্ষাৎকারে।

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এখন বড় পর্দায় নিয়মিত মুখ ফারিণ। দেশ ছাড়াও ওপার বাংলার সিনেমাতেও পরিচিতি পেয়েছেন তিনি। সম্প্রতি কলকাতা সফরে গিয়ে দেখা করেছেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, অভিনেত্রী কোয়েল মল্লিক ও অভিনেতা দেব-এর সঙ্গে।
সফর শেষে আনন্দবাজার অনলাইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফারিণ খোলামেলা কথা বলেন তার ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও নানা গুঞ্জন নিয়ে।
অভিনেত্রীর ভাষায়, “আপনারা হয়তো আগামী দিনে আমার উদাহরণ দেবেন। বলবেন, অল্প বয়সে বিয়ে করেও অভিনয় করে গেছি। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন, সেটা কেন নির্দিষ্ট করে দেওয়া হবে? আমার সময়টা আমি ঠিক করব। বরং বিয়ের পর আমার কাজ বেড়েছে।”
তাহসানের সঙ্গে পুরোনো প্রেমের গুঞ্জন প্রসঙ্গে ফারিণ আরও বলেন, “বিষয়টি পুরোটাই ভুলভাল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এ কারণে লোকে কিছু না জেনে তাহসানের নাম জড়িয়ে দেয়। এরপরই প্রেমিককে (বর্তমান স্বামী) প্রকাশ্যে আনি, তখন সবার ভুল ভাঙে।”
উল্লেখ্য, ২০২৩ সালের ১১ আগস্ট দীর্ঘ সাড়ে আট বছরের সম্পর্কের পর শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ।
ভিওডি বাংলা/জা







