• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কাশিমপুরে সালমান হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বিনোদন ডেস্ক    ৮ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ পি.এম.
গাজীপুরে মানববন্ধনে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা-ছবি সংগৃহীত

গাজীপুরের শিববাড়ি মোড়ে কাশিমপুর ইউনিয়নের সালমান শাহ ভক্তরা সামিরা হক ও অভিনেতা ডনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন। 

শনিবার (৮ নভেম্বর)  ‘জাস্টিস ফর সালমান শাহ’ শ্লোগান ও রঙিন ব্যানার, প্ল্যাকার্ড এবং ফেস্টুনে সজ্জিত এই মানববন্ধনে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা অংশ নেন। তারা হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সব আসামিকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন।

মহানায়ক সালমান শাহ স্টেশন, কাশিমপুর, গাজীপুর মহানগর মানববন্ধনের আয়োজন করেছে। সালমান শাহর সুপরিচিত ভক্ত মাসুদ রানা নকীব জাগো নিউজকে বলেন, ‘আমরা চাই হত্যার ঘটনা দ্রুত ও সঠিকভাবে তদন্ত করা হোক। সব আসামিকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা চাই সালমান শাহর হত্যার ন্যায়বিচার হোক।’

মানববন্ধনে উপস্থিত ভক্তরা বলেন, সালমান শাহ শুধু ঢাকাই সিনেমার একজন সুপারস্টার ছিলেন না, বরং কয়েক প্রজন্মের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক। সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ এই হত্যা মামলার সব আসামির শাস্তি দেখতে চায় সারাদেশের মানুষ। কেউ যেন পালাতে না পারে, তাদের দ্রুত গ্রেফতার করা হোক।

ভক্তদের দাবি, হত্যার রহস্য উদঘাটন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সারাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে এই আন্দোলন।

মানববন্ধনে বিশেষভাবে উল্লেখ করা হয়, সালমান শাহের মৃত্যুর মামলায় কয়েক বছর ধরে ন্যায়বিচারের অভাব এবং তদন্তে গাফিলতির কারণে ভক্তদের মধ্যে ক্ষোভ জন্মেছে। এই মানববন্ধনের মাধ্যমে তারা দেশের ন্যায়প্রার্থীদের কাছে তাদের দাবির কথা পৌঁছে দিতে চান।

ভক্তদের দাবির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিধ্বনি সৃষ্টি হয়েছে; অনেকেই মানববন্ধনের ছবি ও ভিডিও শেয়ার করে তাদের একাত্মতা প্রকাশ করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংগীত থেকে বিরতিতে তাহসান
সংগীত থেকে বিরতিতে তাহসান
জুবিন গার্গের স্ত্রী হাসপাতালে ভর্তি
জুবিন গার্গের স্ত্রী হাসপাতালে ভর্তি
বুবলীর রাজকীয় লুকে মাতোয়ারা ভক্তরা
বুবলীর রাজকীয় লুকে মাতোয়ারা ভক্তরা