মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর দীপিকা পাড়ুকোন

বলিউডে পা রাখার সময় উচ্চারণ নিয়ে যিনি তীব্র ঠাট্টার শিকার হয়েছিলেন, সেই দীপিকা পাড়ুকোনই এখন বিশ্বমঞ্চে সাফল্যের নতুন অধ্যায় লিখছেন। এবার এক অভাবনীয় উদ্যোগে মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন এই বলিউড তারকা।
এর ফলে আমেরিকাসহ ভারত, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার অসংখ্য মানুষ মেটা এআই-এ শুনতে পাবেন দীপিকার পরিচিত কণ্ঠস্বর। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবরটি শেয়ার করে জানিয়েছেন, এটি তার জীবনের এক নতুন যাত্রা। ভারতীয় তারকাদের মধ্যে তিনিই প্রথম, যিনি এই ভূমিকায় যুক্ত হলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের কঠিন সময়ের কথা স্মরণ করে দীপিকা বলেন, “এখন আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর, কিন্তু একসময় আমার উচ্চারণ নিয়ে বলিউডে তুমুল ঠাট্টা হতো। অনেক কিছুই আমাকে নীরবে লড়াই করে অর্জন করতে হয়েছে, তাই এসব আমার কাছে নতুন নয়।”
অভিনয় দক্ষতা, আত্মবিশ্বাস ও দৃঢ়তার মাধ্যমে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন দীপিকা। বর্তমানে পারিশ্রমিকের দিক থেকেও তিনি অভিনেতাদের সমপর্যায়ে অবস্থান করছেন। পাশাপাশি ইন্ডাস্ট্রিতে সমান সুযোগ-সুবিধার দাবিতে সবসময় সোচ্চার তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে দীপিকা বলেন, “এআই মানুষের অনেক কিছু নিয়ে নিলেও যা কখনোই নিতে পারবে না, তা হলো মানুষের আবেগ ও অনুভূতি। সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
ভিওডি বাংলা/ আ







