সালমান শাহ হত্যা মামলা:
শাবনূরকে ঘিরে নতুন বিস্ফোরক দাবি

ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে চলচ্চিত্র অঙ্গনে। দীর্ঘ ২৯ বছর পর আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপ নেওয়ার পর চলচ্চিত্রপ্রেমী ও দর্শকমহলে নতুন করে আলোচনা তুঙ্গে উঠেছে।
সালমান শাহর মৃত্যুর প্রসঙ্গ উঠলেই প্রায়ই আলোচনায় আসে নায়িকা শাবনূরের নাম। যদিও হত্যা মামলায় তাকে আসামি করা হয়নি, তবুও বিভিন্ন সময় নানান গুঞ্জনে তাকে জড়ানোর চেষ্টা দেখা যায়।

এরই মধ্যে সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ও বিনোদন সাংবাদিক দুলাল খান এক সাক্ষাৎকারে শাবনূরকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, শাবনূর সালমান শাহর ব্যক্তিগত নানা তথ্য গোপনে তার সাবেক স্ত্রী সামিরা হককে জানাতেন।
দুলাল খান বলেন, “সালমান অসুস্থ হলে শাবনূর তাকে দেখতে আসত। হঠাৎ সেই খবর চট্টগ্রামে থাকা সামিরা ভাবিও জেনে যেত। আমি অবাক হতাম, ভাবি কীভাবে জানল? পরে বুঝতে পারি, সালমানের সঙ্গে যা কথা হতো, সেসব তথ্য শাবনূর নিজেই তাকে জানাত।”
তিনি আরও জানান, এ ঘটনার পর সালমান শাহ শাবনূরের সঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত নেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনক মৃত্যু হয় সালমান শাহর। একাধিক তদন্তে তার মৃত্যুকে ‘অপমৃত্যু’ বলা হলেও, এবার মামলা ‘হত্যা’ হিসেবে পুনঃতদন্ত শুরু হয়েছে।
মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন-প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি (মেফিয়ার বিউটি সেন্টার), আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।
দীর্ঘদিন পর চাঞ্চল্যকর এই মামলার পুনর্জাগরণে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢালিউডের সেই ট্র্যাজিক অধ্যায়।
ভিওডি বাংলা/জা







