• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধ্যপ্রদেশে মডেলের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

বিনোদন ডেস্ক    ১১ নভেম্বর ২০২৫, ০৩:১৫ পি.এম.
মডেল খুশবু আহিরওয়ার। ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের সেহোর জেলায় খুশবু আহিরওয়ার নামে এক তরুণী মডেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৭ বছর বয়সী খুশবুকে গত সোমবার (১০ নভেম্বর) ভোরে একটি বেসরকারি হাসপাতালে রেখে পালিয়ে যান তার প্রেমিক। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

খুশবু স্থানীয় মডেলিং অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার হাজারো অনুসারী ছিল এবং বেশ কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে কাজও করতেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোপালের গান্ধী মেডিকেল কলেজে পাঠানো হয়।

নিহতের মা লক্ষ্মী আহিরওয়ার অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে হত্যা করা হয়েছে। তার শরীরে নীল দাগ, মুখ ফোলা ও ব্যক্তিগত অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে।”

খুশবুর বোনও একই দাবি করে জানান, “তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে, আমরা এর সঠিক বিচার চাই।”

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনার দিন ভোরে খুশবুকে ইন্দোর রোডের একটি হাসপাতালে রেখে পালিয়ে যান প্রেমিক কাসেম (কাসিম) আহমেদ। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার জানায়, খুশবু ভোপালে থাকতেন এবং প্রায় তিন বছর ধরে কাসিমের সঙ্গে লিভ–ইন সম্পর্কেও ছিলেন। ঘটনার তিন দিন আগে কাসিম, খুশবুর মাকে ফোনে বলেন, “আমি মুসলমান, কিন্তু আপনার মেয়ে আমার সঙ্গে আছে।” এরপর খুশবুও ফোনে পরিবারকে আশ্বস্ত করেন। এটাই ছিল পরিবারের সঙ্গে তার শেষ যোগাযোগ।

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কাসিম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা উজ্জয়িন থেকে ভোপাল ফিরছিলেন। পথিমধ্যে খুশবু অসুস্থ হয়ে পড়লে তাকে ব্যারাগড়ের চিরায়ু হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও জানা যায়, কাসিমের বিরুদ্ধে আগে অবৈধ মদ ব্যবসার অভিযোগ রয়েছে এবং এ মামলায় তিনি কারাবাসও করেছেন।

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য স্পষ্ট হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবনূরকে ঘিরে নতুন বিস্ফোরক দাবি
শাবনূরকে ঘিরে নতুন বিস্ফোরক দাবি
মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর দীপিকা পাড়ুকোন
মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর দীপিকা পাড়ুকোন
পরীমণি জানালেন ফিটনেসের সহজ রহস্য
পরীমণি জানালেন ফিটনেসের সহজ রহস্য