হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন:
ফারুকীর আয়োজনকে কেন্দ্র করে শাওনের মন্তব্য

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী আজ। বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী এই লেখককে স্মরণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ভক্তরা নানা আয়োজন করেছেন।
হুমায়ূন আহমেদ কথাসাহিত্যিক, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে দেশের গল্প বলার ধারা নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তার গল্প ও সিনেমা সাধারণ জীবনের সরলতা, আবেগের সত্যনিষ্ঠা এবং কৌতুকের মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সংস্কৃতিকে তুলে ধরেছে।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এই দিনটিকে উদযাপনের জন্য বিশেষ আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। তবে আজ সারাদেশে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি থাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ আয়োজনের বিস্তারিত তথ্য জানায়নি।
এ বিষয়ে হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেন, জনগণ ‘সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজের অংশ হিসেবে ১৩ নভেম্বর সারাদিন ধরে সংস্কৃতি উপদুষ্টুর বাসায় উপস্থিত ছিলেন। তবে অনেকে এটিকে স্বৈরাচারের লকডাউনের সফলতা হিসেবে প্রচার করছেন।
ভিওডি বাংলা/জা







