• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এবার নতুন পেশায় মোশাররফ করিম!

বিনোদন ডেস্ক    ২৭ নভেম্বর ২০২৫, ০৫:২৭ পি.এম.
মোশাররফ করিম-ছবি: সংগৃহীত

নন্দিত অভিনেতা মোশাররফ করিম এবার দর্শকদের হাসি উপহার দিতে আসছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে। তবে বাস্তব জীবনে নয়, নতুন ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল ফিল্ম ‘ডিমলাইট’-এ তিনি এই চরিত্রে দেখা যাবে। ফিল্মটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন, সহ-প্রযোজনা করেছে ছবিয়াল।

২০ নভেম্বর চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা করা হয়, “মোশাররফ করিম ফিরছেন আরও এক নতুন রূপে!” এরপর ২৩ নভেম্বর পোস্টে জানানো হয়, “লাইফটাই একটা জোক, আর সবচেয়ে বড় জোক মিডলাইফ ক্রাইসিস।” ফিল্মটি মূলত একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান চরিত্রের মধ্য দিয়ে মিডলাইফ ক্রাইসিস প্রদর্শনের চেষ্টা করছে।

এবার এই জনপ্রিয় অভিনেতা স্ট্যান্ড-আপ কমেডিয়ান। লোক হাসিয়ে জীবিকা নির্বাহ করেন। তবে কি নতুন পেশা বদলালেন মোশাররফ করিম? বেছে নিলেন নতুন পেশা? না, ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল ‘ডিমলাইট’ ফিল্মে স্ট্যান্ড-আপ কমেডিয়ানের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। এটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। ওয়েব ফিল্মটির সহ-প্রযোজনায় আছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল।  

তিনি বলেন, প্রচুর আলো এবং ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা যায় না। কিছু দেখতে চাইলে পরিমিত আলো প্রয়োজন। আমাদের জীবনে নানা সমস্যা আছে, সেগুলোর কিছু দেখা যায় কিছু দেখা যায় না। সেই না দেখতে পাওয়া সমস্যাগুলো সহজভাবে দর্শকদের দেখাতে প্রয়োজন ‘‘ডিমলাইট”। আশা করছি ফিল্মটি দেখলে দর্শকরা ডিমলাইটের গুরুত্ব বুঝতে পারবেন।

‘ডিমলাইট’ চরকির মিনিস্ট্রি অফ লাভ প্রজেক্টের ফিল্ম। ২৫ নভেম্বর প্রকাশিত অফিসিয়াল পোস্টারে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, মিডলাইফ ক্রাইসিস থুক্কু ডিমলাইট ক্রাইসিস!

মিডলাইফ ক্রাইসিসটাকেই প্রতিকীরূপে ডিমলাইট ক্রাইসিস হিসেবে বলার চেষ্টা করেছেন তারা। আর এই ক্রাইসিসে ভোগা মানুষটি হলেন স্ট্যান্ড–আপ কমেডিয়ান মোশাররফ করিম। এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন। ‘ডিমলাইট’-এর গল্প, সংলাপ চিত্রনাট্য করেছেন নাহিদ হাসনাত। 

সম্পর্কের নানা দিকের গল্প বলার প্রয়াস মিনিস্ট্রি অফ লাভ প্রজেক্টটির যাত্রা। স্বাভাবিকভাবে ‘ডিমলাইট’-এও সম্পর্কের গল্প বলা হয়েছে। যেটি প্রধানত এগিয়ে নিয়ে গেছেন মোশাররফ করিম। আর সেই পথে তিনি পেয়েছেন তানজিকা আমিন, পারসা ইভানার মতো অভিনয়শিল্পীদের। গল্পটি শুনে কেমন লেগেছিল তানজিকা আমিনের? উত্তরে বলেন, আমার মনে হয়েছিল এই গল্পটা এ সময়ের এবং এখনই বলা উচিৎ। এমন ঘটনা আমার যেমন দেখা-জানা, দর্শকদেরও চেনা, জীবনেরই গল্প। তাই কাজটি করতেও আগ্রহী হয়েছি।

আর পারশা ইভানা বলেন, আমার মনে হয়েছে খুব ফ্রেশ একটা গল্প। যেখানে কনফিউশন, হিউমার, ক্রাইসিস আছে এবং রিলেটেবল। আমরা যে লাইফটা লিড করি সেটারই গল্প বলতে পারেন, সাধারণ ও সহজ।’ 

গল্পটিকে মোশাররফ করিম দেখছেন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। তার মতে, জীবনে নানা কিছুর আবরণ পড়ে। নিত্য নৈমিত্তিক আবরণ থেকে শুরু করে চিনি, টুথপেস্ট, বাচ্চার স্কুলের বেতনের আবরণ। সেই আবরণে ঢাকা পরে সম্পর্ক। সেখানে থাকে না ফুল বা ফুলের ঘ্রাণ। 

মোশাররফ করিম বলেন, এসব আবরণ ধীরে ধীরে ভালোবাসাকে ঢেকে ফেলে, প্রেমটাকে আর খুঁজে পাওয়া যায় না। আবার কিছুর ধাক্কার প্রয়োজন হয় এবং বোঝা যায় যে প্রাণভোমরাটা কোথায়। জীবনের মোরাল জিনিসটা খুব শান্ত, ঠান্ডা মেজাজি।

মিনিস্ট্রি অফ লাভ-এর পঞ্চম সিনেমা মুক্তির ১ বছর পর মুক্তি পেতে যাচ্ছে ষষ্ঠ সিনেমা। এত সময় লাগার কারণ হিসেবে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি (Redoan Rony) বলেন, মিনিস্ট্রি অফ লাভ–এর সবগুলো প্রজেক্ট দর্শকরা পছন্দ করেছেন। আগামী প্রজেক্টগুলোও যেন তাদের পছন্দের তালিকায় থাকে, সেজন্যই সময় নিয়ে কাজ করা। তাই ষষ্ঠ ফিল্ম আসতে কিছুটা সময় লাগল। আমার বিশ্বাস ভালো কনটেন্ট দেখতে দর্শকরাও অপেক্ষা করতে রাজি আছেন। ‘‘ডিমলাইট” অপেক্ষা ও প্রত্যাশা পূরণের মেলবন্ধন ঘটাবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
‘সুগার মামি হওয়ার বয়স এখন!’
কুসুম শিকদার ‘সুগার মামি হওয়ার বয়স এখন!’