• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেহার পারফরম্যান্সে নতুন করে রুচিবোধের প্রশ্ন

বিনোদন ডেস্ক    ৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পি.এম.
বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর সাম্প্রতিক একটি লাইভ কনসার্টকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন। মঞ্চে গান পরিবেশনের সময় তার অঙ্গভঙ্গি এবং নিজের শরীরে পানি ঢালার একটি মুহূর্ত নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে ‘সাহসী পারফরম্যান্স’ হিসেবে দেখলেও, অনেকেই একে ‘অশোভন’ ও ‘সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা’ বলে মনে করছেন।

লাইভ কনসার্টে নেহা কক্কর। ভাইরাল হওয়া ভিওডি থেকে নেওয়া।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, লেপার্ড-প্রিন্টের আঁটসাঁট পোশাকে নেহা কক্কর মঞ্চে গান গাইছেন। পারফরম্যান্সের মাঝপথে তিনি একটি পানির বোতল তুলে শরীরের উপরের অংশে পানি ঢেলে দেন। এই দৃশ্যটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এক কোটির বেশি মানুষ ভিডিওটি দেখেছেন।

নেটিজেনদের একাংশ নেহার এই আচরণকে সমালোচনা করছেন। তাদের মতে, একজন গায়িকার প্রধান শক্তি হওয়া উচিত তার কণ্ঠ, কিন্তু এখানে তিনি অযথা শরীরী প্রদর্শনকে গুরুত্ব দিয়েছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘সুরের রানির কাছ থেকে এমন কিছু আশা করা যায় না।’ আরেকজন লিখেছেন, ‘ভাইরালের নেশায় নিজের ব্যক্তিত্বকেই নষ্ট করছেন তিনি।’

তবে সমালোচনার বিপরীতে নেহার ভক্তরা বরাবরের মতোই তার পক্ষ নিয়েছেন। তাদের মতে, এটি কেবলই মঞ্চের উন্মাদনার অংশ এবং আন্তর্জাতিকমাত্রার পারফরম্যান্সে এমন উপাদান প্রায়ই দেখা যায়।

এমন বিতর্ক নেহা কক্করের জন্য নতুন নয়। এর আগেও তিনি মঞ্চে বেলি ডান্স বা সাহসী কোরিওগ্রাফির কারণে আলোচনায় এসেছেন। নেহা নিজেও তার এই ‘বোল্ড’ ইমেজ বজায় রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে এবারের ঘটনা সামাজিক রুচিবোধ ও পারফরম্যান্সের সীমা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকাশ্যে এল জাস্টিন ট্রুডো-কেটি পেরির সম্পর্ক
প্রকাশ্যে এল জাস্টিন ট্রুডো-কেটি পেরির সম্পর্ক
বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীর কালচারের সঙ্গে পরিচয় করিয়ে দেব: পলাশ
বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীর কালচারের সঙ্গে পরিচয় করিয়ে দেব: পলাশ
৬ বছরের বিরতি ভাঙলেন অলিভিয়া সরকার
৬ বছরের বিরতি ভাঙলেন অলিভিয়া সরকার