মুখ্যমন্ত্রী মমতা হাসপাতালে গেলেন নচিকেতার খোঁজ নিতে

ভারতের কোচবিহার সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হাসপাতালে ছুটে যান। সেখানে ভর্তি ছিলেন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। কয়েক দিন আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা পরীক্ষায় জানা যায়, তার হৃদপিণ্ডে ব্লকেজ রয়েছে। চিকিৎসকদের পরামর্শে ৬ ডিসেম্বর জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে দুটি স্টেন্ট বসানো হয়।
মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শিল্পীর অবস্থা স্থিতিশীল।
নচিকেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক। কয়েক মাস আগেই দুর্গাপূজার এক অনুষ্ঠানে শিল্পীকে ভালোভাবে খাওয়াদাওয়া ও নিজের শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিতে দেখা গিয়েছিল তাকে। এবারও অস্ত্রোপচারের পর খোঁজ নিতে দ্বিধা করেননি মুখ্যমন্ত্রী।
জীবনমুখী গানের শিল্পী হিসেবে নচিকেতার জনপ্রিয়তা আকাশচুম্বী। ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’র মতো গান এখনো সমানভাবে শ্রোতাপ্রিয়। তবে বয়সের সঙ্গে সঙ্গে তার শারীরিক দুর্বলতাও বাড়ছে, যা আগে থেকেই নজরে এসেছে মমতার।
শীতকালীন ব্যস্ত অনুষ্ঠানসূচির কারণে তিনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারছিলেন না। নিয়মিত চেকআপে হৃদপিণ্ডে সমস্যা ধরা পড়ায় অতিরিক্ত পরীক্ষা করা হয় এবং দ্রুত হাসপাতাল ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসা চলছে এবং অবস্থা স্থিতিশীল।
ভিওডি বাংলা/জা







