• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দশ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পি.এম.
অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সংগৃহীত ছবি

প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় নতুন চলচ্চিত্র ‘ট্রাইব্যুনাল’–এ দেখা যাবে তাকে। গত মঙ্গলবার ছবিটি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন তিনি।

তানিয়া বলেন, গত কয়েক বছর ধরেই অভিনয়ে ফিরবেন কি না—এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন বারবার। “এখন সেই প্রশ্নের উত্তর সবার জানা। ‘ট্রাইব্যুনাল’ দিয়েই আমি বড় পর্দায় ফিরছি,”—বলেন তিনি।

অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

তিনি জানান, প্রায় ১০ বছর পর সিনেমায় ফিরে বিশেষ যত্ন নিয়ে কাজ করেছেন।
“গল্প ও নির্মাতা—এই দুই কারণে সিনেমাটিতে যুক্ত হয়েছি। আমার চরিত্রটি সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি দারুণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে।”

তানিয়া আরও বলেন,
“সিনেমা বড় ক্যানভাস। এখানে টিকে থাকতে হলে যোগ্যতা লাগে। তাই নিজেকে প্রস্তুত করতে গত আট–দশ বছর ছোট পর্দায় নিয়মিত কাজ করেছি। এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চাই।”

নাটক ছেড়ে চলচ্চিত্রে মনোযোগ দেওয়ার প্রশ্নে তিনি বলেন,
“নাটক দিয়েই দর্শক আমাকে চেনেন। এই প্ল্যাটফর্ম ছাড়া আমাকে কেউ চিনত না। তাই সিনেমা করলেই নাটক ছাড়ব—এমন নয়।”

উল্লেখ্য, ২০১২ সালে শোবিজে পথচলা শুরু করেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। পরে ছোট পর্দায়ই বেশি ব্যস্ত হয়ে ওঠেন তিনি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুখ্যমন্ত্রী মমতা হাসপাতালে গেলেন নচিকেতার খোঁজ নিতে
মুখ্যমন্ত্রী মমতা হাসপাতালে গেলেন নচিকেতার খোঁজ নিতে
অপি করিমসহ ৬ জন আন্তর্জাতিক বিচারক ঢাকা চলচ্চিত্র উৎসবে
অপি করিমসহ ৬ জন আন্তর্জাতিক বিচারক ঢাকা চলচ্চিত্র উৎসবে
জাপানে ভয়াবহ ভূমিকম্প, প্রভাসকে নিয়ে দুশ্চিন্তা অনুরাগীদের
জাপানে ভয়াবহ ভূমিকম্প, প্রভাসকে নিয়ে দুশ্চিন্তা অনুরাগীদের