• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবদুস সালাম

ব্যবসা ও ধর্মের স্বাধীনতা এই নির্বাচনের ওপর নির্ভর করছে

নিজস্ব প্রতিবেদক    ১২ জানুয়ারী ২০২৬, ০৪:১০ পি.এম.
ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রধান কার্যালয়ে নির্বাচন প্রচারণা কমিটির সাথে একমত বিনিময় সভায় কথা বলছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

১৭ বছর পর দেশের মানুষ একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের মুখোমুখি হচ্ছে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, এই ভোট শুধু সরকার গঠনের জন্য নয় এটি মানুষের ব্যবসা বাণিজ্য, ধর্ম পালন এবং বেঁচে থাকার অধিকার রক্ষার প্রশ্ন।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানী বনানীর ঢাকা ১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রধান কার্যালয়ে নির্বাচন প্রচারণা কমিটির সাথে একমত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সালাম বলেন, আজকে দেশে ১৭টা বছর পরে একটা ভোট আসছে। এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ আপনি শান্তিতে ব্যবসা করতে পারবেন কিনা, ধর্মকর্ম করতে পারবেন কিনা, এমনকি খেয়ে-পড়ে বাঁচতে পারবেন কিনা সবই এই নির্বাচনের ওপর নির্ভর করছে।

তিনি বলেন, মানুষ যদি বিষয়গুলো উপলব্ধি করে, তাহলে একজন ব্যবসায়ীও নিজের স্বার্থ রক্ষার জন্য পায়ে হেঁটেও ভোট দিতে যাবে।

ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রধান কার্যালয়ে নির্বাচন প্রচারণা কমিটির সাথে একমত বিনিময় সভায় কথা বলছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

আবদুস সালাম নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকটি ওয়ার্ড থেকে অন্তত একজন করে প্রতিনিধি দিতে হবে, যারা প্রচার কমিটির সঙ্গে সার্বক্ষণিক যুক্ত থাকবে।

তিনি বলেন, আমরা  লিফলেট দেব, আরও অনেক প্রচারমূলক কাজ হবে। তার জন্য প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে লোক থাকতে হবে, যারা নিয়মিত যোগাযোগ রাখবে।

তিনি জানান, বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি জনগণের মধ্যে পৌঁছে দিতে আলাদা যোগাযোগ টিম গঠন করা হবে।

তিনি বলেন, গণসংযোগের জন্য আলাদা কমিটি গঠন করা হবে। যেখানে পথসভা, উঠান বৈঠক এবং এলাকা ভিত্তিক সভার আয়োজন করা হবে।

বড় বড় হাউজিং এবং আবাসিক এলাকায় উঠান বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রত্যেকটা হাউজিংয়ে উঠান বৈঠকের নামে হলেও সভা করতে হবে। সেখানে আমাদের নেতারা গিয়ে ৩১ দফা ও তারেক রহমান নির্বাচিত হলে কী হবে, তা জনগণকে বুঝিয়ে দেবেন।

তিনি বলেন,১০০ থেকে ১৫০ ভোটারের দায়িত্ব একেকটা গ্রুপকে দিতে হবে। সেখানে সাতজন কর্মী থাকবে। মহিলা দলের দুইজন থাকলে ভালো। তারা সেই ভোটারদের সঙ্গে যোগাযোগ রেখে ভোট নিশ্চিত করবে।

এনআইডি কার্ড নেওয়ার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়ে আবদুস সালাম বলেন, “কোনোভাবেই এনআইডি কার্ড নেওয়া যাবে না। এমনকি নম্বর নেওয়াও বেআইনি। জামায়াত বা শিবির যদি কোথাও এটা করতে চায়, আপনারা বাধা দেবেন এবং জনগণকে জানাবেন।”

গুলশান এলাকার ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, গুলশানের বদনাম আছে যে তারা ভোট দিতে কম যায়। এটা বদলাতে হবে। গাড়ি চলাচল বন্ধ থাকলেও মানুষ যাতে কেন্দ্রে যেতে পারে, তার বিকল্প ব্যবস্থা চিন্তা করা হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে ভোটার পরিবহনের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এই নির্বাচন শুধু একটি দলকে জেতানোর জন্য নয়—এটা মানুষের অধিকার, স্বাধীনতা ও ভবিষ্যৎ রক্ষার লড়াই।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার সহ ঢাকা ১৭ আসনের নির্বাচনী প্রচারণার কমিটির সদস্যবৃন্দরা।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্থনীতি শক্ত না হলে কোনো সমস্যার সমাধান হবে না
ইশরাক হোসেন অর্থনীতি শক্ত না হলে কোনো সমস্যার সমাধান হবে না
বিএনপি শুধু স্বপ্ন দেখে না পরিকল্পনা ও বাস্তবায়ন করে দেখায়
তানভীর আহমেদ বিএনপি শুধু স্বপ্ন দেখে না পরিকল্পনা ও বাস্তবায়ন করে দেখায়
দেশের স্বার্থে আপনি গণভোটে হ্যাঁ ভোট দেন
জামায়াত আমির দেশের স্বার্থে আপনি গণভোটে হ্যাঁ ভোট দেন