• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাইকোর্টের রায়ে নির্বাচনের পথ খুলল হিরো আলমের

বগুড়া প্রতিনিধি    ১২ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ পি.এম.
আশরাফুল আলম ওরফে হিরো আলম। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুরুতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র কেনেন।

তবে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা না দেওয়ায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। এতে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত হাইকোর্টের আপিল বিভাগের রায়ে সেই অনিশ্চয়তা কাটে।

সোমবার (১২ জানুয়ারি) হিরো আলম নিজেই বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ, হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেওয়ার।”

এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম প্রথমবার বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হলেও আদালতের আদেশে তা ফিরে পান এবং ‘সিংহ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জন করেন।

এ ছাড়া ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনেও অংশ নেন হিরো আলম। ওই নির্বাচনে ভোটের দিন এক কেন্দ্রে তার ওপর হামলার ঘটনাও ঘটে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫শ ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাও
খাদ্য গুদামে অভিযান ৫শ ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাও
মধুপুরে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মধুপুরে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মুক্তিযোদ্ধা এটিএম খালেদের স্মৃতিস্তম্ভ নতুন রূপে
উদ্বোধন করলেন উপাচার্য মুক্তিযোদ্ধা এটিএম খালেদের স্মৃতিস্তম্ভ নতুন রূপে