শাকিবের ‘অন্তরাত্মা’


বিনোদন প্রতিবেদক
২০২১ সালের মার্চে শেষ হয় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। শাকিব খান ও কলকাতার অভিনেত্রীর দর্শনা বণিককে নিয়ে এটি নির্মাণ করেন ওয়াজেদ আলী সুমন। ২০২২ সালে মুক্তি কথা থাকলেও আলোর মুখ দেখেনি সিনেমাটি। এরপর আর ‘অন্তরাত্মা’র মুক্তির বিষয়ে কোনো আলোচনাও হয়নি বলা যায়।
শুটিং শেষ হওয়ার প্রায় চার বছর পর হঠাৎ মুক্তির জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘অন্তরাত্মা’। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের একাধিক সদস্য। নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা ওয়াজেদ আলী সুমনও।
বলেন, ‘আমাদের ‘অন্তরাত্মা’ কিছু কারণে আটকে ছিল। অবশেষে সব কিছু ছাপিয়ে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। আজই ছবিটি বোর্ডে প্রদর্শিত হবে।’
তবে সিনেমাটি কবে মুক্তি দেওয়া হবে সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক। শুধু জানিয়েছেন, মুক্তির সনদ পেলে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এ বিষযে প্রযোজকই (সোহানী হোসেন) সকল সিদ্ধান্ত নেবেন বলে জানান এই নির্মাতা।
চার বছর আটকে থাকার কারণও জানিয়েছেন পরিচালক। তার ভাষ্য, ‘লকডাউনের ঠিক আগে আগে শুটিং শেষ করেছি। এখন ভারতে পোস্ট প্রডাকশনের কাজ চলে। যাবতীয় কাজ শেষ করে ছবিটি ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নতুন করে লকডাউন শুরু হওয়ায় ও সব কাজ সময়মতো শেষ করতে না পারায় জটিলতার মধ্যে পড়ে।’
এদিকে, ‘অন্তরাত্মা’র গল্পে সত্তরের দশকের চিত্র দেখানো হয়েছে। সিনেমাটির প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে এর শুটিং হয়। শাকিব-দর্শনার পাশাপাশি এতে আরও অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফসহ অনেকে।
অন্যদিকে ঢালিউডে নতুন গুঞ্জন, ঈদে আটকে যাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি! শুটিং নীতি না মানাসহ বেশ কয়েকটি অভিযোগ এসেছে সিনেমার বিরুদ্ধে। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিয়েছে শাকিবের আরেক সিনেমা ‘অন্তরাত্মা’।
ভিওডি বাংলা/ এমএইচ
উপদেষ্টাদের কাছে আরেকটু দায়িত্বশীলতাই আশা করে: আরশ খান
বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড …

টিকটক তারকা সুম্বল মালিকের আপত্তিকর ভিডিও ফাঁস
টিকটক তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা প্রায়ই উঠে এসেছে গণমাধ্যমে। …

মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত : মিথিলা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় …
