• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

ঈদের দিন

বন্দিদের একনজর দেখতে কারাগারে স্বজনরা, দীর্ঘ লাইন

   ৩১ মার্চ ২০২৫, ০৪:২৮ পি.এম.

সারা দেশের কারাগারগুলোতে ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন প্রায় ৭০ হাজার বন্দি। সোমবার (৩১ মার্চ) সকালে ঈদের নামাজ আদায়, দিনভর বিশেষ খাবার এবং বন্দিদের জন্য রয়েছে নানা ধরনের আনন্দঘন মুহূর্তের আয়োজন। সুযোগ পাচ্ছেন স্বজনদের সঙ্গে বিশেষ সাক্ষাতেরও।

সাক্ষাৎ ভবনের সামনে দেখা যায় বন্দিদের স্বজনদের উপচেপড়া ভিড়। কারাবন্দি থাকা পরিবারের সদস্যদের অনেকের গায়ে নেই ঈদের নতুন পোশাক, ছুঁতে পারেনি ঈদের আনন্দ। 
কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষমাণ প্রত্যেকের গল্প একই সূত্রে গাঁথা, কারাবন্দিদের স্ত্রী-সন্তান, বাবা, মা এবং পরিবারের অন্যরা ছুটে এসেছেন ঈদের দিনে সাক্ষাৎ করতে।
 
বন্দিদের সঙ্গে দেখা করতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন স্বজনরা। ঈদের দিনে নিদারুণ দৃশ্য দেখা যায় কারাগারে। স্বজনদের পাশে নিরাপত্তা বেষ্টনী, আবার বন্দির পাশেও নিরাপত্তা বেষ্টনী। মধ্যখানে চোখে দেখা ও কথা বলার যতটুকু ফাঁকা, তা দিয়েই স্বজনরা কথা বলছেন বন্দির সঙ্গে। বন্দিদের কান্না কর‍তে দেখা গেছে, চোখের জলে ভাসেন স্বজনরাও।

একজন বন্দির সঙ্গে স্বজনরা সাক্ষাতের সময় পান আধা ঘণ্টা। কিন্তু স্বজনদের জন্য এই সময়টা যেন ফুরিয়ে যায় চোখের পলকে। শেষ হয় না কথা বলা।
 
অনেকেরই অভিযোগ, মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আবার কারও অভিযোগ, আইনি জটিলতার শিকার হয়ে তাদের বন্দিকে ছাড়াতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে।
 
কারাগারে নিরাপত্তার দায়িত্বে থাকা এক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বজনদের ভিড় আরও বাড়বে। আর ঈদের পরদিন ভিড় সামলানো কঠিন হয়ে যায়।
 
সব বন্দির পরিবার কি আসেন? এমন প্রশ্নে সেই নিরাপত্তা কর্মী জানান, এমন অসংখ্য ব্যক্তি কারাগারে আছেন যাদের দেখতে পরিবারের সদস্যরা আসেন না। কারও কারও তো পরিবারই নেই।
 
এই নিরাপত্তা কর্মী এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন, তার নাম আকমল মিয়া। গতমাসে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। আকমল জানান, পরিবারের কেউ নেই এমন এক ব্যক্তির সঙ্গে হাজতে পরিচয় হয় তার। গড়ে ওঠে বন্ধুত্ব। জেল থেকে ছাড়া পাওয়ার আগে কথা দিয়েছিলেন, ঈদের দিন দেখা করতে আসবেন। কথা রাখতেই তিনি এসেছেন এখানে।
 
কারা অধিদফতরের সবশেষ হিসাব অনুযায়ী, দেশের কারাগারগুলোয় ৪২ হাজার ৪৫০ জন ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে বন্দি আছেন মোট ৬০ হাজার ৯১৪ জন। এর মধ্যে পুরুষ বন্দি ৫৮ হাজার ৮৯০ ও নারী রয়েছেন ২ হাজার ২৪ জন। বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৫৭ জন, কাশিমপুরে চারটি কারাগারে ৬২ জনসহ ঢাকা বিভাগের অন্যান্য কারাগার মিলিয়ে মোট ১২৫ জন ডিভিশনপ্রাপ্ত বন্দি রয়েছেন।
 
কারা অধিদফতরর সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে দেশের সব কারাগারেই নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। সেইসঙ্গে দিনভর থাকবে বন্দিদের অংশগ্রহণে নানা আয়োজন। হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
 
সন্ধ্যায় কারারক্ষী ব্যারাকে কর্মকর্তা-কর্মচারীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যার পর স্টাফদের সন্তানদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া ঈদের তিনদিন পরিবারের সঙ্গে একটি বিশেষ সাক্ষাতেরও সুযোগ পাবেন সব কারাবন্দি।
 
বন্দিদের জন্য ঈদের দিনের খাবারে থাকছে বৈচিত্র্য। সকালে নাশতা হিসেবে দেয়া হয় পায়েস ও মুড়ি। দুপুরের খাবার পোলাও, গরু বা খাসি, রোস্ট, মিষ্টি, কোমল পানীয় ও সালাদ। রাতে দেয়া হবে সাদা ভাত, মাছ, বুটের ডাল ও ডিম।
 
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র ঈদের পরদিন বাসায় রান্না করা খাবার (পোলাও, সাদাভাত, মাছ, মাংস, খিচুড়ি ও রুটি) বন্দিদের জন্য কারাভ্যন্তরে দেয়া হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়