• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

থানায় গেলেন শাকিবের ‘বরবাদ’, সিনেমার পরিচালক

   ১ এপ্রিল ২০২৫, ০৭:০১ পি.এম.

বিনোদন ডেস্কঃ 

ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’। সিনেমা হলে দর্শকের উপচে পড়া ভিড়। এরই মধ্যে থানায় গেলেন সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমি।

‘বরবাদ’ মুক্তির পর কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে এর পাইরেসি। এর ব্যবস্থা নেয়ার জন্য গুলশান থানায় গিয়েছিলেন সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমি।

বিষয়টি নিয়ে পরিচালক সংবাদ মাধ্যমকে জানান, কোন কোন হল থেকে সিনেমা পাইরেসি হয়েছে সেটা জানা সম্ভব হয়নি। তারা এই পাইরেসির বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নিচ্ছেন।

মেহেদি হাসান হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বরবার’ টিমের পক্ষ থেকে এক পোস্ট দিয়ে বলেন,  ‘বরবাদ – বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন। 'বরবাদ' চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলা-কুশলীদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায়। আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে 'বরবাদ' করতে পারে।

তিনি আরও লিখেছেন, ‘পাইরেসি বা অননুমোদিত ক্লিপ শেয়ার করা শুধু আইনবিরুদ্ধ নয়, এটি শিল্পের প্রতি অবজ্ঞাও। আসুন, আমরা দায়িত্বশীল দর্শক হই – বড় পর্দায় ‘বরবাদ’ চলচ্চিত্রের আসল অভিজ্ঞতা উপভোগ করি, চলচ্চিত্রকে সম্মান করি। কোনো ধরণের ভিডিও ধারণ বা পাইরেসি থেকে বিরত থাকি।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক তারকা সুম্বল মালিকের আপত্তিকর ভিডিও ফাঁস
টিকটক তারকা সুম্বল মালিকের আপত্তিকর ভিডিও ফাঁস
মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত : মিথিলা
মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত : মিথিলা
হাসপাতালে ভর্তি পরীমণি
হাসপাতালে ভর্তি পরীমণি