‘পুরুষতান্ত্রিক সমাজে মরতে রাজি নই’


বিনোদন ডেস্ক
দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনয়ের পাশাপাশি সমাজ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখেছেন। জুলাই বিপ্লবের সময় সরকার পতনের আন্দোলনে রাস্তায় নামা এই অভিনেত্রী এরপর কিছুটা নীরব হয়ে যান।
সেই সময় থেকে তাকে খুব একটা জনসম্মুখে দেখা যায়নি, অভিনয় থেকেও কিছুটা দূরে ছিলেন বাঁধন। তবে দীর্ঘদিনের আড়াল ভেঙে সম্প্রতি আবারও সরব হয়েছেন বাঁধন। ভক্তদের সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ রেখে চলেছেন।
শনিবার (৩ মে) নিজের ফেসবুক প্রোফাইলে একটি বিবৃতি পোস্ট করেন তিনি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বাঁধন বলেন, আমি পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি, কিন্তু আমি সেখানে মরতে রাজি নই। আমি এমন পৃথিবী দেখতে চাই না যেখানে অধিকার নির্ধারিত হবে ক্ষমতায় এবং শর্তসাপেক্ষে হবে স্বাধীনতা।
অভিনেত্রী আরও বলেন, আমি এমন ভবিষ্যতে বিশ্বাসী যেখানে প্রতিটা মানুষের কথা বলার অধিকার থাকবে, পছন্দ থাকবে এবং থাকবে নিজেদের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার— যা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই।
বাঁধনের এই পোস্টের ব্যাপারে দেশের একটি সংবাদমাধ্যমকে জানান, এটা শুধু আজকের নয়, তার সব সময়ের উপলব্ধি। এমন সমাজেই বসবাস করে বড় হয়েছেন তিনি। এ ধরনের পরিবারেই তার বেড়ে ওঠা। নিজের পরিবারকেও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার একটা অংশ বলে উল্লেখ করেন বাঁধন। এমনকী তার বাবার বিষয়েও অভিনেত্রীর মতামত একই।
নারীদের প্রতি সহিংসতা ও নারী অধিকার নিয়ে বৈষম্য প্রসঙ্গে রাষ্ট্রকেই দায়ী করলেন বাঁধন। তিনি বলেন, এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়টা সবচেয়ে বেশি। রাষ্ট্রের উচিত, সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ দেখানো। এরপর মানুষকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রের সঙ্গে মানুষের সম্পর্কটা সম্পূরক।
নারী সংস্কার কমিশনে যে প্রস্তাব রয়েছে, সেগুলোর বেশির ভাগের সঙ্গে একমত রয়েছেন বলেও জানান বাঁধন।
সোশ্যাল মিডিয়ায় নারী বিদ্বেষ বাড়ছে জানিয়ে বাঁধন বলেন, আমরা কোন সমাজব্যবস্থায় বাস করি, সেটার একটা প্রতিপলন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ পায়। মানুষ কী চিন্তা করছে, প্রকাশ্যে বলতে না পেরে অনেকে ফেক আইডি দিয়ে ফেসবুকে লিখছে। মানুষের প্রতি বিদ্বেষ, বিশেষ করে নারীর প্রতি বিদ্বেষ সেটি প্রকাশ করছে।
অভিনেত্রী জানান, সোশ্যাল মিডিয়াতে তাকেও অনেকে বাজে ও কুৎসিত মন্তব্য করেন। তবে তিনি সমাজের বাস্তব চিত্র হিসেবে এসব প্রমাণ হিসেবেই রেখে দিতে চান।
ভিওডি বাংলা/ এমএইচ/ এমপি
বিকিনিতে মিমি, নেটদুনিয়ায় চর্চার ঝড়!
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আবারও আলোচনায়। আসন্ন …

শাফিনের চলে যাওয়ার এক বছর
বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের …

উপদেষ্টাদের কাছে আরেকটু দায়িত্বশীলতাই আশা করে: আরশ খান
বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড …
