• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
কালিহাতী নার্সিং ইনস্টিটিউট এন্ড কলেজ শিক্ষার্থীদের ফুড ফেয়ার তারাকান্দি ফাজিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি : আবদুস সালাম মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার অফিস দেশের স্বার্থে কাজ করবে: পররাষ্ট্র উপদেষ্টা বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় শ্রমিকলীগের নেতা গ্রেপ্তার ‎গাইবান্ধায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে কলাবাড়িয়া একতা যুব সঙ্গের মানববন্ধন অনুষ্ঠিত শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল আ. লীগের কেন্দ্রীয় অফিস দখল, চলছে পরিচ্ছন্নতার কাজ ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল গণঅধিকার পরিষদ

‘হাইপ’ নেই এবারের কানে

   ১৬ মে ২০২৫, ০৯:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

সাধারণত কান মানেই লাল গালিচায় তারকাদের ঝলক, বিশাল বাজেটের হলিউড ব্লকবাস্টারের প্রোমো, ব্যতিক্রমী ইনস্টলেশন আর চোখধাঁধানো মার্কেটিং ক্যাম্পেইন। কিন্তু ২০২৫ সালে এসে দেখা যাচ্ছে একেবারে উল্টো চিত্র।

ফ্রেঞ্চ রিভিয়েরার মনোরম সমুদ্রতটে বসা বিশ্বের সবচেয়ে গ্ল্যামারাস চলচ্চিত্র উৎসব কানে এ বছর যেন উৎসব আছে, অথচ নেই উৎসাহ-উদ্দীপনা। সবাই বলছেন, এ বছর কানে তেমন ‘হাইপ’ নেই।

চলতি বছরের এখন পর্যন্ত কেবলমাত্র ‘মিশন ইমপসিবল: দ্য ফাইনাল রেকনিং’ ঘোষণা করেছে যে এর প্রিমিয়ার হবে কানে। ২১ মে ছবিটি মুক্তি পাবে বিশ্বব্যাপী। ‘মিশন ইমপসিবল: দ্য ফাইনাল রেকনিং’ নিয়ে সবার আগ্রহ থাকলেও কানে এর প্রোমো তেমন চোখে পড়ছে না। কার্লটন হোটেলের সামনে একজোড়া ২০ ফুট উঁচু স্ক্রিনে চলছে ট্রেলার। এছাড়া মাত্র একবার অর্কেস্ট্রা লাইভে বেজেছে মিশন ইমপসিবলের বিখ্যাত থিম, আগের বছরের তুলনায় যা বেশ সাদামাটা।

বিশ্লেষকরা অবশ্য বলছেন, বর্তমান অর্থনৈতিক অনিশ্চয়তা আর স্টুডিওগুলোর বাজেট সংকোচনের কারণে এবারের কান উৎসব অনেকটাই নীরব। এছাড়া ওটিটি প্লাটফর্ম যেখানে ফোকাস করেছে কনটেন্টের গভীরতায়, সেখানে প্রথাগত প্রোমো স্টান্টে অনেকেই আর আগ্রহী নন।

কানে চলচ্চিত্র উৎসবে যে আগের প্রাণবন্ত ভাব নেই, তা একটু পেছন ফিরে তাকালেই বোঝা যায়। গত বছরই কানে উইল স্মিথ, অ্যাঞ্জেলিনা জোলি আর জ্যাক ব্ল্যাক এসেছিলেন এক বড় শার্ক বোটে ‘শার্ক টেল’-এর প্রচারে। ২০০৭ সালে জেরি ‘বি মুভি’র প্রচারণায় বিশাল মৌমাছি পোশাক পরে সিনফেল্ড ঝাঁপ দিয়েছিলেন হোটেলের ছাদ থেকে। ২০১৬-তে ব্লেক লাইভলিকে দেখা গিয়েছিল হাঙরের পাখনার মাঝে, ‘দ্য শ্যালোস’ সিনেমার ফটো কলে।

এ বছর হোটেল মার্টিনেজের সামনের ডক একেবারেই ফাঁকা। কোনো বিশাল বিলবোর্ড নেই, নেই চোখে পড়ার মতো থিম ইনস্টলেশন। এমনকি ঐতিহ্যবাহী স্টার-স্টাডেড পার্টির জায়গাটিও এবার নীরব। কান এখনো বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। তারকারা এখনো হাঁটছেন কানের লাল গালিচায়। কিন্তু পুরনো উদ্দীপনা, রোমাঞ্চ আর জাঁকজমক যেন হারিয়ে গেছে। অবশ্য অনেকেই বলছেন, এটা হয়তো ভবিষ্যতের কানের নতুন রূপ, যেখানে গ্ল্যামারের বদলে আসবে গভীরতা আর কনটেন্টকেন্দ্রিক ফোকাস।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি পরীমণি
হাসপাতালে ভর্তি পরীমণি
জয়া আহসানকে কটাক্ষ করলেন বিজেপি নেতা
জয়া আহসানকে কটাক্ষ করলেন বিজেপি নেতা
আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন : শাকিব খান
আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন : শাকিব খান