• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কানে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা

   ২৫ মে ২০২৫, ১২:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

২০০২ সাল। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ আলোকিত করেছিল প্রয়াত বাংলাদেশি নির্মাতা তারেক মাসুদের মাটির ময়না চলচ্চিত্রটি। সেবার কানে প্যারালাল সেকশন ‘ডিরেক্টরস ফোর্টনাইট’-এ পুরস্কার জেতে চলচ্চিত্রটি। এরপর দীর্ঘ বিরতি।  ২০২১ সালে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ কানের অফিশিয়াল সেকশন ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নেয়। এটিই ছিল প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্রের কানের মূল কাঠামোয় প্রবেশ।

তবে এবারের কান উৎসবের গল্পটা বাংলাদেশের জন্য আরও সম্মানের।

কান সৈকতের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব ৭৮তম আসারের পর্দা নেমেছে। গত ১৩ মে শুরু হয়েছিল এবারের আসর। কানের শেষ দিন ছিল শনিবার ২৪ মে। সমাপনী দিনেই বাজিমাত করেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’।  এ সিনেমাটি ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ (বিশেষ উল্লেখযোগ্য) স্বীকৃতি পেয়েছে।

স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ নিয়ে কান উৎসবে হাজির হয়েছিলেন নির্মাতা আদনান আল রাজীব। শুক্রবার (২৩ মে) ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শনিবার উৎসবের সমাপনী দিনে ছবিটির স্বীকৃতির ঘোষণা আসে। 

পরিচালক আদনান আল রাজীবের এবারই কান উৎসবে অভিষেক হয়েছে। প্রথমবার অংশ নিয়েই পুরস্কার জিতে উচ্ছ্বাসিত তিনি। নির্মাতার ভাষ্য, ‘গায়ে কাঁটা দিচ্ছে, এটা তো স্বপ্নের মতো।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, যখন আপনি সত্য বলেন, সেটা সবাই অনুভব করতে পারে। আমি নির্মাতা হিসেবে নিজের গল্প নিয়ে মুখোমুখি হচ্ছি। ভয় নেই, কারণ আমি জানি এটা আমার সত্য।’

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতা করছে বাংলাদেশের কোনো সিনেমা। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই।  

কান উৎসবের অফিশিয়াল সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন আল আমিন।

নাটক, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্র নির্মাণে ১৮ বছর পেরিয়ে নির্মাতা হিসেবে এই প্রথম কান থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আদনান। ‘আলী’ ছবিটির শুটিং হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে, সিলেটের বিভিন্ন লোকেশনে। টানা পাঁচ দিন ধরে শুটিং করেন তিনি।

আদনান জানান, প্রথমে কানে জমা দেওয়ার কথা ভাবেননি। পরে অভিনব ভাবনা মাথায় আসায় প্রতিষ্ঠান ‘ক্যাটালগ’-এর মাধ্যমে কাজটি শুরু করেন। ফেব্রুয়ারিতে ছবিটি জমা দেওয়ার পরই মনোনয়নের খবর পান। ‘আলী’ প্রযোজনা করেছেন ‘ক্যাটালগ’।

কানে এবার জমা পড়েছে চার হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে ১১টি প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশের ‘আলী’ সেই ছবির একটি। কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের এটিই প্রথম ছবি। ‘আলী’ বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী গর্বিত একটি নাম। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্বর্ণপাম জিতেছে ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত 'আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাও'। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত হঠাৎ ব্রেন স্ট্রোকের শিকার
অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত হঠাৎ ব্রেন স্ট্রোকের শিকার
সাবিনা ইয়াসমিনকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান
সাবিনা ইয়াসমিনকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান
ঝামেলা পাকাচ্ছে, আবার শান্তিতে নোবেল চাইছে: সালমান
ঝামেলা পাকাচ্ছে, আবার শান্তিতে নোবেল চাইছে: সালমান