সজল-বুবলীর ছবির শুটিং সেটে বন্য হাতির আক্রমণ


বিনোদন প্রতিবেদক
ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে গত নয়দিন ধরে চলছে শবনম বুবলী অভিনীত ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং। এতে বুবলীর বিপরীতে আছেন আব্দুন নূর সজল। ছবির শুটিং চলছে পুরোদমে। তবে সেখান থেকে এলো আতংকের খবর। পাহাড়ি এলাকায় শুটিং করতে গিয়ে বন্য হাতির আক্রমণের কবলে পড়েছে তাদের সিনেমাটির টিম।
এই তথ্য জানিয়েছেন অভিনেতা সজল। তিনি জানান, গতকাল তাদের সেটে এক দল বন্য হাতি আক্রমণ করেছিল। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সজল জানান, শেরপুরের নালিতাবাড়ীর দিকে শুটিং করছি গত ৯ দিন ধরে। পাহাড়ি এলাকায় শুটিং করা ভীষণ কঠিন। আমরা যেখানে শুটিং করছি সেখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে, যেটা ভীষণ রিস্ক। এর আগেও এদের আক্রমণে কয়েকজন মারা গেছে এখানে।
তিনি আরও বলেন, আমাদের সেটে গতকাল প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তারা চলে যায়। সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের কারও। তবে সার্বক্ষণিক একটা আতংকে থাকতে হচ্ছে। এরমধ্য দিয়েই শুটিং করছি।
নির্মাতা জানিয়েছেন এটি বাণিজ্যিক ধাঁচের সিনেমা। আছে ক্লাসিক্যালের ছোঁয়া। সজল-বুবলী ছাড়াও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পীসহ অনেকে।
ভিওডি বাংলা/ডিআর
রিল ভিডিওতেই এখন বেশি ব্যস্ত বিদ্যা বালান
বিনোদন প্রতিবেদক
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এখন বড় পর্দায় আগের মতো …

বিকিনিতে মিমি, নেটদুনিয়ায় চর্চার ঝড়!
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আবারও আলোচনায়। আসন্ন …
