• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

বরিশালে অভ্যন্তরীণ লঞ্চ চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ

   ৩০ মে ২০২৫, ১২:৪৩ পি.এম.

বরিশাল প্রতিনিধি: 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নদী ও সাগর এখনো উত্তাল থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রাখা হয়েছে বরিশালের অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল। তবে ঢাকা বরিশাল রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে এই তথ্য জানিয়েছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা।

তিনি বলেন, আবহাওয়ার সংকেত বলবৎ থাকায় এবং নদীতে ঢেউয়ের রোলিং থাকায় অভ্যন্তরীণ রুটের ছোট লঞ্চগুলো চলাচলে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে এসব রুটে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হবে।

ওদিকে বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা এর প্রভাব থাকবে। এজন্য এখনো বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি বর্ষিত হচ্ছে। নদী বন্দরে ২ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

আনিসুর রহমান জানান, বিগত ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণ দু-এক দিন চলবে বলেও জানান তিনি। বৃষ্টি ঝড়িয়ে ক্রমে নিম্নচাপের প্রভাব কেটে যাবে।

পানি উন্নয়ন বোর্ড বরিশালের জলানুসন্ধান বিভাগের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, গত দুই দিন বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ নদীগুলোর সাতটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করলেও শুক্রবার বিভাগের কোনো পয়েন্টে কোনো নদীর পানি বিপদসীমার ওপরে নাই। পানি উন্নয়ন বোর্ড ১৯টি পয়েন্টের পানি প্রবাহ পর্যালোচনা করে দেখেছে, সবখানের পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়