• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

টানা বৃষ্টিতে

পানির নিচে খাগড়াছড়ি-লংগদু সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন

   ২ জুন ২০২৫, ১১:০৮ এ.এম.

খাগড়াছড়ি প্রতিনিধি: 

টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মেরুং ইউনিয়নের স্টিল ব্রিজ এলাকার সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি-লংগদু সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

এছাড়া চিটাগং পাড়া এলাকায় অন্তত ৩৫টি পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। এসব পরিবারের মধ্যে শিশু, নারী ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। আশ্রয়কেন্দ্রে তাদের জন্য খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এদিকে রাত থেকে বৃষ্টি কমে আসায় খাগড়াছড়ির প্রধান তিন নদী-ফেনী, চেঙ্গি ও মাইনীর পানি কমতে শুরু করেছে। যদিও কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়ে গেছে। নতুন করে কোথাও পাহাড়ধসের খবর না মিললেও বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন, কারণ পাহাড়ি এলাকার মাটি এখনো স্যাঁতসেঁতে।

সকালে খাগড়াছড়িতে আকাশ মেঘলা ছিল এবং থেমে থেমে হালকা বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

মেরুং বাজারের ব্যবসায়ী মো. আকরাম হোসেন জানান, চিটাগং পাড়া এলাকা এখনো পানির নিচে। তবে মাইনী নদীর পানি কিছুটা কমেছে, যা স্বস্তিদায়ক।

সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, প্রতিটি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সক্রিয় রয়েছে এবং জরুরি প্রয়োজনে হেল্পলাইন খোলা রয়েছে।

রোববার রাতে শালবাগান এলাকার আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম। তিনি বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়