ফের আলোচনায় শাকিব খান ও মিষ্টি জান্নাত


বিনোদন ডেস্ক
গত বছর ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের তৃতীয় বিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছি নেটদুনিয়ায়। শাকিবের একাধিক ঘনিষ্ঠজনও জানিয়েছিলেন, এবার পরিবারের পছন্দে বিয়ে করবেন এই চিত্রনায়ক। আর শাকিবের জন্য খোঁজা হচ্ছে একজন ডাক্তার পাত্রী!
এরপরই আলোচনায় আসে চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাতের নামটি। সেসময় মিষ্টি নিজেও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন- শাকিবের সেই ডাক্তার পাত্রী তিনি। পরবর্তীতে বিষয়টি নিয়ে আসলে মজা করেছেন বলে গণমাধ্যমকে জানান এই চিত্রনায়িকা।
এবার আবারও দুজনকে নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। যার উৎপত্তি একটি ফেসবুক পোস্টকে ঘিরে। গতকাল রবিবার রাতে মিষ্টি তার ফেসবুকে শাকিবের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা। ছবিগুলো দেখে আলোচনা হতো না, কারণ সহকর্মী হিসেবে একসঙ্গে যেতেই পারেন তারা।
তবে এবার আলোচনা শুরু ক্যাপশন নিয়ে। কারণ সেখানে তিনটি ভালোবাসার ইমোজি ও দুইবার ইংরেজিতে ‘লাভ’ লেখা রয়েছে। এরপর থেকেই শুরু আলোচনা। তিনটি লাভ সাইনের কারণে অনেকেই মনে করছেন শাকিবের জীবনে তৃতীয়জনের আত্মপ্রকাশ ঘটেছে। কেউ তো মন্তব্য করেই বসেছেন, ‘শাকিবের তিন নম্বর বউ!’ আবার অনেকেই জানিয়েছেন শুভ কামনাও।
তবে এ বিষয়ে কোনো উত্তরই দেননি মিষ্টি জান্নাত। এখন দেখার অপেক্ষা পরবর্তীতে বিষয়টি নিয়ে কী ব্যাখ্যা দেন তিনি।
ভিওডি বাংলা/ এমএইচ/ এমপি
রিল ভিডিওতেই এখন বেশি ব্যস্ত বিদ্যা বালান
বিনোদন প্রতিবেদক
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এখন বড় পর্দায় আগের মতো …

বিকিনিতে মিমি, নেটদুনিয়ায় চর্চার ঝড়!
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আবারও আলোচনায়। আসন্ন …
