সবাই নোবেল পেতে চাই : আব্দুন নূর তুষার


নিজস্ব প্রতিবেদক
নোবেল পুরস্কারসহ ১০ ধরনের আন্তর্জাতিক পুরস্কার পেলে তার ওপর কর দিতে হবে না— এমন বিধান করতে যাচ্ছে সরকার। গতকাল অর্থ উপদেষ্টার বাজেট পেশ বক্তব্য থেকে এমন তথ্য জানা গেছে। বিদেশি কোনো সরকারের কাছ থেকে পুরস্কার পেলে তা-ও করমুক্ত হবে বলে ঘোষণা দেওয়া হয়।
সরকারের এমন প্রস্তাবের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার।
তিনি তার পোস্টে বলেন, সবাই দলে দলে নোবেল পুরস্কার পাবে আশা করি। কারণ নোবেল এর টাকা করমুক্ত করা হয়েছে। সার্জিকাল যন্ত্রপাতির ওপর কর বেড়েছে।
টিউমার সরাতে পয়সা বেশি লাগবে— কারণ যন্ত্রপাতির কর দিতে হবে আগের চেয়ে বেশি। নোবেল পেলে কোনো কর দিতে হবে না। আমরা সবাই নোবেল পেতে চাই। আইয়ামে নোবেলিয়াত!
ভিওডি বাংলা/ডিআর
উপদেষ্টাদের কাছে আরেকটু দায়িত্বশীলতাই আশা করে: আরশ খান
বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড …

টিকটক তারকা সুম্বল মালিকের আপত্তিকর ভিডিও ফাঁস
টিকটক তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা প্রায়ই উঠে এসেছে গণমাধ্যমে। …

মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত : মিথিলা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় …
