• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শুভ ভাইয়ের সঙ্গে বাস্তবে কিছু হওয়ার সম্ভাবনা নেই- মন্দিরা

   ১৫ জুন ২০২৫, ০৩:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর দর্শকদের নজর কাড়েন নবাগত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। ক্যারিয়ারের শুরুতেই তিনি জানিয়েছিলেন, চিত্রনায়ক আরিফিন শুভ তার সবচেয়ে পছন্দের অভিনেতা। ভাগ্য যেন সহায় ছিল—পরবর্তী সিনেমা ‘নীলচক্র’-তে সেই প্রিয় তারকার সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেন মন্দিরা।

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া থ্রিলারধর্মী এই সিনেমায় শুভ-মন্দিরার রসায়ন দর্শকদের মন কেড়েছে। প্রোমো থেকে শুরু করে বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে এই জুটির খুনশুটি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। এমনকি দর্শকদের অনেকেই মন্তব্য করছেন, বাস্তব জীবনেও তাদের একসঙ্গে দেখতে চান।

এমন মন্তব্য কানে পৌঁছেছে মন্দিরারও। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনেত্রী বলেন, ‘এই সিনেমা আমার জীবনের দ্বিতীয় কাজ, কিন্তু যে পরিমাণ সাড়া পাচ্ছি, তা অভাবনীয়। প্রতিটা পোস্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে—“আপনারা বিয়ে করে ফেলুন!” আমি ভাবতেই পারিনি দর্শক আমাদের জুটিকে এতটা ভালোবাসবেন।’ 

তবে বাস্তবে শুভর সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জনকে পুরোপুরি উড়িয়ে দেন মন্দিরা। তিনি বলেন, ‘শুভ ভাই একজন অসাধারণ শিল্পী। তার অভিনয় দেখেই আমি মুগ্ধ হয়ে যাই। তবে বাস্তব জীবনে এমন কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

উল্লেখ্য, ‘নীলচক্র’ একটি গল্পনির্ভর বাণিজ্যিক সিনেমা। এতে একদিকে যেমন রহস্যময় খুনের তদন্ত রয়েছে, তেমনি ফুটে উঠেছে তরুণ প্রজন্মের সামাজিক সংকট, ডিজিটাল অপরাধ, টিকটক আসক্তি, নারী পাচার এবং আত্মহত্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
‘সুগার মামি হওয়ার বয়স এখন!’
কুসুম শিকদার ‘সুগার মামি হওয়ার বয়স এখন!’