ঢাকাবাসীর আন্দোলন কর্মসূচিতে বহিরাগতদের হামলা


জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগরভবনে চলমান আন্দোলনে আন্দোলনকারী ঢাকাবাসীর উপর বহিরাগতরা হামলা চালিয়েছে বলে অভিযোগে উঠেছে। হামলায় আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় থেকে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা নগরভবনে জড়ো হলে বহিরাগতরা আচমকা হামলা চালায়।
হামলায় আহত কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, পূর্বঘোষিত শান্তিপূর্ণ প্রতীকী অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা নগরভবনের গেটে অবস্থান করলে বহিরাগত বেশকিছু যুবক দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়েছে। এতে সাংবাদিকসহ বশেকয়েকজন গুরুতর আহত হয়েছে। এসময় দেশীয় অস্ত্র দেখিয়ে আন্দোলনকারীসহ উপস্থিত সাংবাদিকদেরও ভয়ভীতি প্রদর্শন করে হামলাকারীরা।
হামলায় আন্দোলনকারীদের মধ্যে আহত হয়েছেন মনির (৪৫), জসীম, মহিদুল ইসলাম (৩৫), জুয়েল, কাইয়ুম, দিনার, জনিসহ বেশ কয়েকজন গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা ভর্তি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘দুপুরের দিকে আহত অবস্থায় ওই দুই যুবককে জরুরি বিভাগ নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’
হামলায় আহত হয়েছেন দাবি করে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী জানান, প্রকৌশলী রুবেলের নেতৃত্বে এই হামলা চালিয়েছেন। ঢাকাবাসীর ন্যায্য আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দুদকে অভিযুক্ত সিটি কর্পোরেশনের প্রকৌশলী রুবেল বহিরাগতদের সংগঠিত করে এই হামলা চালায়। এই রুবেল অবৈধ মেয়র তাপসের ঘনিষ্ঠতম সহযোগী হিসেবেও পরিচিত। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে এই রুবেল সিন্ডিকেটের মাধ্যমে সিটি কর্পোরেশনের সকল ঠিকাদারী কাজ ভাগ বাটোওয়ারা করতেন বলেও অভিযোগ রয়েছে।
গতকাল সোমবার দীর্ঘ ৪০ দিন টানা বন্ধ থাকার পর খুলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের প্রধান ফটক। চালু হয়েছে আংশিক সেবা কার্যক্রম। এদিন সকাল ৯টা থেকেই ডিএসসিসির কিছু কর্মকর্তা-কর্মচারী নগর ভবনের ভেতরে প্রবেশ করা শুরু করেন। পরে আংশিকভাবে শুরু হয় নাগরিক সেবা কার্যক্রম।
উল্লেখ্য, গত ২৭ মার্চ পতিত আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিলের রায় দেয় ট্রাইব্যুনাল। বিএনপির মেয়র প্রার্থী ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইশরাককে শপথ না পড়ানোয় আন্দোলন শুরু হয়।
ভিওডি বাংলা
বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না
বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না বলে …

দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে
নির্বাচন বিলম্বিত হলে জটিলতা সৃষ্টি হবে জানিয়ে জামায়াতে ইসলামের আমির …

এনসিপির শত্রু বিএনপি নয় : ইশরাক
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন …
