• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্থানীয় নির্বাচন নয়

গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন শহীদরা: ডা. জাহিদ

   ৬ জুলাই ২০২৫, ০৮:৫৬ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি- সংগৃহীত

হিলি প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আবু সাঈদ, মুগ্ধ বা ওয়াসিমরা রক্ত দিয়েছে বা চৌধুরী আলম অথবা ইলিয়াস আলীরা হারিয়ে গেছে স্থানীয় নির্বাচনের জন্য নয়, দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেয়ার জন্য। কাজেই সেই রক্তের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।

রোববার (৬ জুলাই) বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদের সভাকক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও নেতাকর্মীদের মাঝে চারাগাছ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, আজ যারা জাতীয় নির্বাচনকে দূরে ঠেলে স্থানীয় নির্বাচনের কথা বলেন, তারা কি চান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হোক? গত চারটি টার্ম মানুষ ভোট দিতে পারেনি। জনগণ তাদের অধিকার চায়, ভোটাধিকার চায়, গণতন্ত্র চায়।

তিনি আরও বলেন, ১৭ বছরের সেই আন্দোলনের ফসল, যার পরিণতি ছিল ৫ই আগস্ট। শহীদদের এই জুলাই মাসে দাঁড়িয়ে থেকে অহেতুক অনৈক্য সৃষ্টি করবেন না। ঐক্যবদ্ধ জাতি বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিত করা সরকারের দায়িত্ব: রাশেদ খান
জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিত করা সরকারের দায়িত্ব: রাশেদ খান
চিকিৎসার জন্য ফের লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
চিকিৎসার জন্য ফের লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে চায় বিএনপি- আমিনুল হক
তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে চায় বিএনপি- আমিনুল হক