• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়ে দেশসেরা শামীমা

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১১ জুলাই ২০২৫, ০৩:৫৫ পি.এম.
শামীমা আক্তার

এক মাসের কন্যা সন্তান কোলে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যায়ের অধীনে চলতি বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়েছিলেন শামীমা আক্তার। যেখানে সেরা সাফল্য পেয়েছেন তিনি। বাগমারার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়ে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন শামীমা।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২২ শিক্ষা বর্ষে চলতি বছরে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়ে শামীমা আক্তার সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জনসহ পরীক্ষার সার্বিক ফলাফলে দেশসেরা নির্বাচিত হয়েছে। 

শামীমা আক্তার আব্দুর রাজ্জাকের স্ত্রী এবং বাইগাছা গ্রামের সাহাদুল ইসলাম ও হাজেরা বিবির প্রথম সন্তান।  এর আগেও বাইগাছা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসিতে গোল্ডেন প্লাস অর্জন করেন তিনি। 

ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে ইচ্ছুক শামীমা। স্বামীর সংসারে থেকেও নিজের অদম্য ইচ্ছাশক্তি ও মনোবল তার এই সাফল্যের মূল চাবিকাঠি বলে জানান তিনি।

এদিকে শামীমা আক্তার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পরীক্ষায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাটমোহরে পুকুর থেকে ১০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
চাটমোহরে পুকুর থেকে ১০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
কুড়িগ্রামে বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রামে বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয় প্লাবিত
দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয় প্লাবিত