ইসলাম গ্রহণ করলেন কেনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী


বিনোদন ডেস্ক
কেনিয়ার খ্যাতনামা গসপেল ডিজে ও সংগীতশিল্পী কেজিয়া জিরোনো, যিনি ‘ডিজে কেজ’ নামে পরিচিত, ইসলাম গ্রহণ করেছেন। তিনি ১১ জুলাই ইনস্ট্রাগ্রামে আনুষ্ঠানিকভাবে নিজের এবং কন্যার ইসলাম গ্রহণের ঘোষণা দেন। ধর্মান্তরের পর তার নাম রাখা হয়েছে জিয়াহ এবং কন্যার নাম লিয়ানা।
কেজিয়া জিরোনো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে (@djkezzkenya) একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি ও তার মেয়ে ইসলামী পোশাক পরে আছেন এবং মেয়ের হাতে মেহেদি রাঙানো। ক্যাপশনে তিনি লেখেন – ‘আলহামদুলিল্লাহ! আমরা আমাদের শাহাদাহ গ্রহণ করেছি। এটা আমাদের জীবনে শুরু হওয়া সবচেয়ে সুন্দর অধ্যায়। আমি এখন একজন মুসলিম।’
তার এই ঘোষণায় ইনস্টাগ্রামজুড়ে অনুসারীদের শুভেচ্ছার জোয়ার বইছে।
ডিজে কেজ দীর্ঘদিন কেনিয়ার গির্জা-ভিত্তিক গসপেল মিউজিক চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মূলত গসপেল ডিস্ক জকি হিসেবে পরিচিত ছিলেন, যাঁরা চার্চ ও ধর্মসভায় ধর্মীয় সংগীত পরিবেশন করেন। তবে তাঁর জীবন ছিল নানা চড়াই-উতরাইয়ে পরিপূর্ণ।
মাত্র ১৭ বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হওয়ার পর সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট (এসডিএ) চার্চ থেকে তাকে বহিষ্কার করা হয়। সামাজিকভাবে তিনি একঘরে হয়ে পড়েন। এরপর তিনি চার্চ থেকে মুখ ফিরিয়ে নেন এবং একসময় সেক্যুলার গানের জগতে প্রবেশ করেন। ২০১৭ সাল থেকে ক্লাব ও পার্টিতে গান পরিবেশন শুরু করেন, যা ধর্মসম্মত ছিল না।
তবে ২০২০ সালে নিজের ভেতরের দ্বন্দ্ব-সংকটের মধ্য দিয়ে আবার গসপেল সংগীতে ফিরে আসেন। সেই যাত্রা ছিল তাঁর ধর্মীয় অন্বেষণের অংশ।
ইসলাম গ্রহণের বিষয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, –ঈশ্বরের সঙ্গে আমার পথচলা চার্চে শুরু হয়নি এবং চার্চেই তা শেষ হয়নি। বছরের পর বছর আমি আত্মিক সত্যের সন্ধানে ছিলাম। আমার ইসলাম গ্রহণ আকস্মিক কিছু নয়। এটা গভীর, সৎ এবং পরিপূর্ণ এক আত্মিক সিদ্ধান্ত।–
তিনি আরও বলেন, বিশ্বাস কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে নেই। এটা একটি আহ্বান—আর আমি তাতে সাড়া দিয়েছি। আমি যেখানেই ছিলাম, সেখানকে সম্মান করি; কিন্তু আজ আমি জানি, আমি কোথায় যাচ্ছি এবং কিসের পেছনে চলেছি।
ডিজে কেজ এবং তাঁর কন্যা লিয়ানার এই নতুন যাত্রা কেনিয়া ও বিশ্বের নানা প্রান্তে মুসলিমদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি যে গভীর আত্মিক প্রশান্তি অনুভব করছেন, তা তাঁর প্রতিটি বাক্যে প্রতিফলিত হচ্ছে।
ডিজে কেজের ইসলাম গ্রহণ শুধুই একটি ধর্মান্তরের ঘটনা নয়, বরং এটি একজন মানুষের আত্মিক সত্যের অন্বেষণের বাস্তব দলিল। তাঁর সাহসিকতা, আত্মপ্রত্যয় এবং আলোর পথে ফেরার এই যাত্রা অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে থাকবে।
ভিওডি বাংলা/ডিআর
উদীচীর সভাপতি বদিউর রহমান আর নেই
বিনোদন প্রতিবেদক
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম …

মহাবিশ্ব সাক্ষী রইল: নুসরাত
বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের দক্ষতা …

এই সম্মান আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া -আনোয়ারা
বিনোদন ডেস্ক
বাচসাস আয়োজনে আবেগাপ্লুত হয়ে মমতাময়ী মা-খ্যাত কিংবদন্তি অভিনেত্রী …
